You will be redirected to an external website

রবিবার দুপুরে সল্টলেকের ইডি দফতরে হঠাৎ হাজির জ্যোতিপ্রিয়-কন্যা

রবিবার-দুপুরে-সল্টলেকের-ইডি-দফতরে-হঠাৎ-হাজির-জ্যোতিপ্রিয়-কন্যা

রবিবার দুপুরে সল্টলেকের ইডি দফতরে হঠাৎ হাজির জ্যোতিপ্রিয়-কন্যা

রবিবার দুপুরে তাঁর কন্যা হঠাৎই পৌঁছে গেলেন সল্টলেকের ইডি দফতরে। কয়েক মিনিট পর আবার সেখান থেকে বেরিয়েও গেলেন। জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী কেন ইডি দফতরে গিয়েছিলেন, তা স্পষ্ট নয়। তাঁর হাতে একটি ফাইল দেখা গিয়েছে। তাতে কিছু কাগজপত্র ছিল।

রবিবার দুপুর ১টার পরে প্রিয়দর্শিনী সিজিও কমপ্লেক্সে পৌঁছন। তাঁর কাঁধে একটি ব্যাগ ছিল। হাতে ছিল একটি ফাইল। তাতে কী কাগজ রয়েছে, প্রিয়দর্শিনী সেই প্রশ্নের জবাব দেননি। তাঁকে ইডি তলব করেছিল কি না, কোনও নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছিল কি না, সব প্রশ্নের জবাবেই নীরব ছিলেন মন্ত্রীকন্যা। ইডি দফতরে পৌঁছে তিনি লিফ্‌টে উঠে যান। কয়েক মিনিটের মধ্যে বেরিয়ে এসে আবার গাড়িতে উঠে যান।

রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়কে শুক্রবার গ্রেফতার করেছে ইডি। তার আগে বৃহস্পতিবার তাঁর সল্টলেকের দু’টি ফ্ল্যাটে চলে ম্যারাথন তল্লাশি। শুক্রবার জ্যোতিপ্রিয়কে গ্রেফতারির পর আদালতে হাজির করানো হয়। সেখানে মন্ত্রীকে নিজেদের হেফাজতে চাইছিল কেন্দ্রীয় সংস্থা। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

১০৭-বছরের-জন্মদিন-পালন-করে-দীর্ঘায়ুর-রহস্য-ফাঁস-করলেন-বৃদ্ধা Read Next

১০৭ বছরের জন্মদিন পালন ক...