You will be redirected to an external website

Ration Case: বালু স্থিতিশীল, তবে আরও কয়েকটি পরীক্ষা করবেন চিকিৎসকেরা

Ration-Case:-বালু-স্থিতিশীল,-তবে-আরও-কয়েকটি-পরীক্ষা-করবেন-চিকিৎসকেরা

জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল

জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে। যার রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ স্থির করবেন চিকিৎসকেরা। রবিবার আরও কিছু পরীক্ষা করা হবে।

ইতিমধ্যে হাসপাতালে গিয়ে এক বার মন্ত্রীর‌ খোঁজ নিয়ে এসেছে ইডি। রবিবার আবার তারা হাসপাতালে যেতে পারে। মন্ত্রী কেমন আছেন, তা দেখতে যেতে পারেন ইডি আধিকারিক। সোমবার এ বিষয়ে আদালতে তাদের রিপোর্ট জমা দিতে হবে।

হাসপাতাল সূত্রে খবর, জ্যোতিপ্রিয়ের হল্টার মনিটরিং চলছে। এটি হৃদ্‌যন্ত্রের একটি দীর্ঘ পরীক্ষা। এর মাধ্যমে হৃদ্‌স্পন্দনের মাত্রা বোঝা যায়। সোমবার মন্ত্রীর টিল্ট টেস্ট করা হতে পারে। চিকিৎসকদের সেই পরিকল্পনা রয়েছে।

রেশন বণ্টনে দুর্নীতির‌ অভিযোগে শুক্রবার জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করেছে ইডি। তার আগে বৃহস্পতিবার তাঁর সল্টলেকের দু’টি ফ্ল্যাটে চলে ম্যারাথন তল্লাশি। ভোর সাড়ে ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা‌। রাতে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mukesh-Ambani:-২০-কোটি-থেকে-সোজা-২০০-কোটির-দাবি!-ফের-খুনের-হুমকি-মুকেশ-অম্বানীকে Read Next

Mukesh Ambani: ২০ কোটি থেকে সোজা ২...