You will be redirected to an external website

‘বিজেপি ফাঁসিয়ে দিল! মমতাদি-অভিষেক জানেন সব’,মন্তব্য মন্ত্রী জ্যোতিপ্রিয়ের

‘বিজেপি-ফাঁসিয়ে-দিল!-মমতাদি-অভিষেক-জানেন-সব’,মন্তব্য-মন্ত্রী-জ্যোতিপ্রিয়ের

বিজেপির বিরুদ্ধে ফের তাঁকে ফাঁসানোর অভিযোগ তুললেন জ্যোতিপ্রিয়

বিজেপির বিরুদ্ধে ফের তাঁকে ফাঁসানোর অভিযোগ তুললেন রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর পাশাপাশি তিনি জানালেন, দলের সঙ্গেই আছেন। তিনি যে ‘নির্দোষ’, তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন বলেও দাবি করলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়, যিনি ‘বালু’ নামেই সমধিক পরিচিত।

শুক্রবার সকালে স্বাস্থ্যপরীক্ষার জন্য ইডির দফতর সিজিও কমপ্লেক্স থেকে বার করা হয় জ্যোতিপ্রিয়কে। সেখানেই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে ইডি হেফাজতে থাকা মন্ত্রী বলেন, “আমি চক্রান্তের শিকার। বিজেপি আমায় ফাঁসিয়েছে। মমতাদি-অভিষেক সব জানে।” তিনি দলের সঙ্গে রয়েছেন কি না এই প্রশ্নের উত্তরে বালু বলেন, “আমি দলের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।” খুব তাড়াতাড়ি তিনি ছাড়া পাবেন বলেও দাবি করেছেন জ্যোতিপ্রিয়। প্রসঙ্গত, গ্রেফতার হওয়ার পরেও জ্যোতিপ্রিয় দাবি করেছিলেন যে, বিজেপি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁকে ফাঁসিয়েছেন। 

শুক্রবার জ্যোতিপ্রিয়কে প্রশ্ন করা হয়, দল কি তাঁর সঙ্গে আছে? জবাবে মন্ত্রী বলেন, “অবশ্যই আমার সঙ্গে আছে।” প্রসঙ্গত, বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বৃহস্পতিবার দলের সঙ্গে জ্যোতিপ্রিয়ের ‘দূরত্ব’ বজায় রেখে বলেছিলেন যে, “ব্যক্তি জ্যোতিপ্রিয় মল্লিক কী করেছেন, তার জন্য দলের ভাবমূর্তি কেন নষ্ট হবে?” এই আবহেই জ্যোতিপ্রিয় বার্তা দিলেন যে, দল যেমন তাঁর সঙ্গে আছে, তেমনই তিনিও দলের সঙ্গে রয়েছেন। এই পাশে থাকার বার্তা দিতে জ্যোতিপ্রিয় জুড়ে দিলেন মমতা এবং অভিষেকের নামও। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Gautam-Pal:-গৌতম-পালকে-গ্রেফতার-নয়,রক্ষাকবচ-দিল-সুপ্রিম-কোর্ট Read Next

Gautam Pal: গৌতম পালকে গ্রেফতার...