You will be redirected to an external website

আদালত চত্ত্বরে আবৃত্তি করে কাকে কটাক্ষ করলেন পার্থ !

কবিগুরুর কবিতা পার্থ চট্টোপাধ্যায়ের মুখে ! সংগৃহীত ছবি

নীল রঙা পাঞ্জাবি পরে তিনি ছিলেন বেশ হাসিমুখেই। ফুরফুরে মেজাজেই ঢুকছিলেন আলিপুর আদালতে। তাঁর সঙ্গে এদিন আদালতে পেশ করা হয় সুবীরেশ ভট্টাচার্য সহ ৬ জনকে।পার্থ চট্টোপাধ্যায়ের মুখে শোনা গেল কবিগুরুর কবিতা। আর এই কবিতাতেই কি কটাক্ষ করলেন  ।

জেল হেফাজত শেষে নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, নীলাদ্রি ঘোষ-সহ ছ’জনকে আলিপুর আদালতে তোলা হয়। নীল রংয়ের পাঞ্জাবি পরে বেশ হাসিমুখেই আদালত চত্বরে দেখা যায় পার্থকে। সাংবাদিকদের সামনে প্রথমেই রবীন্দ্র কবিতা পাঠ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বলেন, “মসী লেপি দিল তবুও ঢাকিল না ছবি / অগ্নি দিল তবুও গলিল না সোনা।”

গ্রেপ্তারির পর তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। দলের যাবতীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। তা সত্ত্বেও পার্থর মুখে বারবার তৃণমূলের জয়গান শোনা গিয়েছে। এবারও ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে মুখ খুললেন পার্থ। বলেন, “অভিষেকের নবজোয়ার কর্মসূচি ১০০ শতাংশ সফল। নবজোয়ার আসলে জনজোয়ার।” তবে কবিতা পাঠের মাধ্যমে কী বোঝাতে চাইলেন পার্থ। তা নিয়ে সর্বত্র চলছে জোর আলোচনা।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

সোনিয়া গান্ধীকে নিয়ে ক্...