ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় কবিগুরুর প্রিয় শান্তিনিকেতন
ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় কবিগুরুর প্রিয় শান্তিনিকেতন। রবিবার এক্স হ্যান্ডেলে ইউনেস্কো ঘোষণা করতেই উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গর্বিত সকলেই এক্স হ্যান্ডেলে তাঁদের আবেগ প্রকাশ করেছেন অক্ষরমালায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, প্রত্যেক ভারতীয়র জন্য একটি গর্বের মুহূর্ত।
প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদী লিখেছেন, ‘অত্যন্ত আনন্দিত যে, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গির মূর্ত রূপ এবং ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য শান্তিনিকেতন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় উঠে এসেছে। সমগ্র ভারতবাসীর জন্য একটি গর্বের মুহূর্ত।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন যুক্ত হওয়ায় দারুণ খুশি এবং গর্বিত। কবি এই শান্তিনিকেতনকে লালন করেছেন, প্রজন্মের পর প্রজন্ম সেই ধারাকে সমর্থন করে গিয়েছে।’
শুভেচ্ছাবার্তা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জি কিষেণ রেড্ডি। লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিনে এর থেকে আর ভাল উপহার হতে পারে না।’ তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমাদের মহান দেশের সমস্ত নাগরিক ও সারা বিশ্বের বাঙালির কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত।’