You will be redirected to an external website

কালীঘাটের কাকুর বুকে পেসমেকার, মেডিসিনের তত্ত্বাবধানে কাকুকে এমার্জেন্সি ওয়ার্ডে রাখা হয়েছে

কালীঘাটের-কাকুর-বুকে-পেসমেকার,-মেডিসিনের-তত্ত্বাবধানে-কাকুকে-এমার্জেন্সি-ওয়ার্ডে-রাখা-হয়েছে

মেডিসিনের তত্ত্বাবধানে কাকুকে এমার্জেন্সি ওয়ার্ডে রাখা হয়েছে

প্যারল শেষে জেলে ফেরার দিনই শারীরিক অসুস্থতা বোধ করছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সোমবারই এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, কালীঘাটের কাকুর বুকে পেসমেকার বসানো রয়েছে। বুকে ব্যথার উপসর্গ নিয়ে সোমবার দুপুরে এসএসকেএমে কার্ডিওলজি বিভাগে যান তিনি। তবে শারীরিক পরীক্ষায় কাকুর হৃদরোগজনিত কোনও সমস্যা ধরা পড়েনি বলেই এস‌এসকেএম সূত্রে খবর। মেডিসিনের তত্ত্বাবধানে কাকুকে এমার্জেন্সি ওয়ার্ডে রাখা হয়েছে।

তবে এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে একজন রোগীকে কতক্ষণ রাখা যাবে তা নিয়ে এস‌এসকেএমের একটি এসওপি আছে। তাতে ৪৮ ঘণ্টার মধ্যে ইওডব্লিউ থেকে রোগীর অসুখ যে বিভাগের অন্তর্গত সেই ওয়ার্ডে স্থানান্তর করার কথা বলা রয়েছে।

হার্ট অ্যাটাকে মৃত্যু হয় স্ত্রী বানী ভদ্রের। এরপরই জামিনের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন সুজয়কৃষ্ণ। যদিও তাঁকে জামিন দেওয়া হয়নি। তবে স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করার জন্য সংশোধনাগারের তরফে প্যারলে মুক্তি দেওয়া হয়। ১৬ জুলাই পর্যন্ত সেই প্যারলের সময়সীমা ছিল। ১৭ তারিখ সংশোধনাগারে ফেরার কথা ছিল তাঁর।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Chirag-Paswan:-বৈঠকের-পরই-এনডিএ-তে-যোগদান-চিরাগের,-স্বাগত-জানালেন-নাড্ডা Read Next

Chirag Paswan: বৈঠকের পরই এনডিএ-ত...