You will be redirected to an external website

স্ত্রী-র শেষকৃত্যের জন্য জামিন চেয়েও পেলেন না কালীঘাটের কাকু

স্ত্রী-র-শেষকৃত্যের-জন্য-জামিন-চেয়েও-পেলেন-না-কালীঘাটের-কাকু

স্ত্রী-র শেষকৃত্যের জন্য জামিন চেয়েও পেলেন না কালীঘাটের কাকু

বর্তমানে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে সুজয়কৃষ্ণর। ইডির হাতে গ্রেফতার হন তিনি। স্ত্রীর মৃত্যুর সময় সুজয় ছিলেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। ফলে স্ত্রী-র শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য জামিন চান সুজয়। কিন্তু হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করল না। পরিবর্তে জেল যদি চায়, প্যারোলে ছাড়তে পারে বলে জানান বিচারপতি। তবে জামিনের আবেদন এখনও বিবেচ্য বিষয় বলে আদালত জানিয়েছে। 

আদালত কোনও প্যারোল দিচ্ছে না। জেল যদি প্যারোল দেয় তাহলে এসকর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হবে। তবে শ্মশান যাত্রায় অংশ নিতে আজ জেল কোড অনুযায়ী ছাড়তে পারে।

উল্লেখ্য, ছোট থেকেই একে অপরকে চিনতেন সুজয়কৃষ্ণ ও তাঁর সদ্য প্রয়াত স্ত্রী বাণী কৃষ্ণ ভদ্র। বাণীদেবীর বয়স ৫৬-৫৭ বছর। সম্প্রতি তাঁর হাঁটুর প্রতিস্থাপন হয়। সুজয়ের গ্রেফতারির পর তিনি বারবার বলেছিলেন, “কোনও দুর্নীতিতে উনি যুক্ত নন। এটা হতেই পারে না। এটা রাজনৈতিক ষড়যন্ত্র।” এরপর আজ প্রয়াণ ঘটে তাঁর।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

মমতার-চোট-নিয়ে-শুরু-‘রাজনীতি’-ভোট-এলেই-আঘাত? Read Next

মমতার চোট নিয়ে শুরু ‘রাজ�...

Related News