You will be redirected to an external website

Kanchenjunga Express: বিপর্যয় সেই জুনেই! করমণ্ডলের পর কাঞ্চনজঙ্ঘা

Kanchenjunga-Express:-বিপর্যয়-সেই-জুনেই!-করমণ্ডলের-পর-কাঞ্চনজঙ্ঘা

দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকের দু’টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর। মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ যাত্রীর।বিগত কয়েক দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। সোমবার সকাল থেকেও বৃষ্টি চলছে। তার মাঝেই ঘটল এই দুর্ঘটনা। অসমের শিলচর থেকে শিয়ালদহের দিকে আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সিগন্যাল লাল থাকায় নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দাঁড়িয়েছিল ট্রেনটি। তখন সেই লাইনেই এসে পড়ে একটি মালগাড়ি

পিছন থেকে এসে সজোরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়িটি। সংঘর্ষের অভিঘাতে মালগাড়ির উপর উঠে পড়ে এক্সপ্রেসের পিছনের কামরা। লাইনচ্যুত হয় মালগাড়িটিও।উল্লেখ্য, এক বছর আগে, অর্থাৎ গত বছরের জুন মাসেই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে ভারতীয় রেল।২০২৩ সালের ২ জুন। ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা প্রায় ৭টা। বালেশ্বরের বাহানগা বাজারের কাছে করমণ্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ির সংঘর্ষ হয়েছিল। ২৯৬ জন প্রাণ হারিয়েছিলেন সেই দুর্ঘটনায়। আহত হয়েছিলেন প্রায় ১২০০ জন।

শুধু করমণ্ডল এক্সপ্রেস নয়, ২০২৩ সালে ছোট-বড় মিলিয়ে মোট ১৭টি রেল দুর্ঘটনা হয়েছে ভারতে। করমণ্ডলের দুর্ঘটনা নিয়ে জুন মাসেই ছ’টি। সেই জুনেই ফের দুর্ঘটনার মুখে পড়ল ভারতীয় রেল। মৃত্যু হল আট জনের।সোমবারের দুর্ঘটনা নিয়ে রেল সূত্রে খবর, ওই লাইনে সিগন্যালিংয়ের কাজ চলছিল। ট্রেন চালানো হচ্ছিল ম্যানুয়াল সিগন্যালে। কাঞ্চনজঙ্ঘা ধীরে চললেও গতি কমায়নি মালগাড়িটি। রেলের প্রাথমিক অনুমান, লাল সিগন্যাল মানেননি মালগাড়ির চালক। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather-Update:-আগামিকাল-থেকেই-গাঙ্গেয়-পশ্চিমবঙ্গে-শুরু-হয়ে-যাবে-প্রাক-বর্ষার-বৃষ্টি Read Next

Weather Update: আগামিকাল থেকেই গা...