You will be redirected to an external website

Train Accident: ‘ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী…’, পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

Train-Accident:-‘ঘটনাস্থলে-যাচ্ছেন-রেলমন্ত্রী…’,-পাশে-থাকার-আশ্বাস-প্রধানমন্ত্রীর

কাঞ্চনজঙ্ঘা শিয়ালদহগামী এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে

সোমবার সাতসকালে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদহগামী এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মৃতের সংখ্যা পনেরো। আহত প্রায় ৬০ জন। ইতিমধ্যেই শোকজ্ঞাপন করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি জানিয়েছেন ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

নরেন্দ্র মোদী লিখেছেন, “রেল দুর্ঘটনায় যাঁরা নিজের ভালবাসার মানুষ হারিয়েছেন সেই পরিবারের প্রতি সমবেদনা রইল। আমি প্রার্থনা করছি আহতদের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হোক। উদ্ধারকার্য চলছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলে যাচ্ছেন।”

নরেন্দ্র মোদীর পাশাপাশি শোকবার্তা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন। এ দিকে, রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রেল। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণার পাশাপাশি আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, আজ সকালবেলা নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়তেই দুর্ঘটনার মুখে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Kanchenjunga-Express:-বিপর্যয়-সেই-জুনেই!-করমণ্ডলের-পর-কাঞ্চনজঙ্ঘা Read Next

Kanchenjunga Express: বিপর্যয় সেই জুন...