You will be redirected to an external website

কাঁটায় কাঁটায় ১১টায় নিজাম প্যালেসে হাজির অভিষেক, তৈরি সিবিআই!

কাঁটায়-কাঁটায়-১১টায়-নিজাম-প্যালেসে-হাজির-অভিষেক,-তৈরি-সিবিআই!

কাঁটায় কাঁটায় ১১টায় নিজাম প্যালেসে হাজির অভিষেক

এ দিন সকাল এগারোটায় অভিষেককে তলব করেছিল সিবিআই। তৃণমূল শীর্ষ নেতা যখন নিজাম প্যালেসে পৌঁছন, তখন ঘড়ির কাঁটায় ১০.৫৮ মিনিট৷ যদিও কেন তাঁকে একদিনেরও কম সময়ের মধ্যে হাজিরা দিতে বলা হল, এ দিন সেই প্রশ্ন তুলে সিবিআই-কে চিঠিও দেন তৃণমূল সাংসদ৷

বেলা এগারোটায় হাজিরা দিতে বলেছিল সিবিআই৷ নির্দিষ্ট সময়ের আগেই নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে তলব করেছিল সিবিআই৷

এই নির্দেশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যান অভিষেক৷ সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাটি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ফিরে আসে৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখেন বিচারপতি সিনহা৷ সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল  ঘোষ৷ জরুরি শুনানির আবেদনও খারিজ হয়ে যায়৷ এর পরেই গতকাল অভিষেককে তলব করে সিবিআই৷

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

'আমার-পরিবারের-পেছনে-লেগে-আছে'!অভিষেককে-সিবিআই-তলব-প্রসঙ্গে-বিস্ফোরক-মমতা-বন্দ্যোপাধ্যায় Read Next

'আমার পরিবারের পেছনে লেগ...