You will be redirected to an external website

বুধবার থেকে লাইনে করমণ্ডল এক্সপ্রেস! শালিমার স্টেশন থেকে ছাড়বে নির্দিষ্ট সময়েই

বুধবার-থেকে-লাইনে-করমণ্ডল-এক্সপ্রেস!-শালিমার-স্টেশন-থেকে-ছাড়বে-নির্দিষ্ট-সময়েই

বুধবার থেকে লাইনে করমণ্ডল এক্সপ্রেস!

করমণ্ডল এক্সপ্রেস বুধবার থেকে আবার চলবে। ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছে গত শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়েছিল ট্রেনটি। তার পাঁচ দিন পর, বুধবার বিকেল সওয়া ৩টে নাগাদ আবারও শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেবে করমণ্ডল এক্সপ্রেস।আদিত্য জানিয়েছেন, আগের পথেই চলবে এই ট্রেন। অর্থাৎ, বুধবার বিকেল ৩টে ২০ মিনিটে শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেবে ট্রেনটি। যাবে দুর্ঘটনাগ্রস্ত বাহানগা বাজার স্টেশনের উপর দিয়েও। গত শুক্রবার এই বাহানগা স্টেশনের কাছেই দুর্ঘটনার কবলে পড়ে আপ করমণ্ডল এক্সপ্রেস। রেলের দাবি, ঘটনায় প্রাণ গিয়েছে অন্তত ২৮৮ জনের। আহত বহু।

শুক্রবার রাতের ওই দুর্ঘটনার পর উদ্ধার কাজ শেষে শনিবার রাত থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য কাজ শুরু করেন রেলকর্মীরা। রবিবার রাত ১০টা ৪০ মিনিটে ডাউন লাইনে প্রথমে একটি মালগাড়ি চালানো হয়। এর পর রাত ১১টা ৩৯ মিনিটে চালানো হয় আরও একটি মালগাড়ি। আপ লাইনে প্রথম ট্রেনটি চালানো হয় রাত ১২টা বেজে ৫ মিনিটে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

সোমবার সকালে ওই রেলপথে চলে বন্দে ভারত এক্সপ্রেস। কিছু পরে আপ লাইন দিয়ে যায় ফলকনুমা এক্সপ্রেসও। রেল সূত্রে জানা গিয়েছে, ওই রেলপথ সারানোর কাজ সম্পূর্ণ হয়েছে সোমবার। সে দিন ওই লাইন দিয়ে ৪০টির বেশি ট্রেন চলাচল করেছে। তবে ঘটনাস্থলে ট্রেনের গতিবেগ ছিল ঘণ্টায় মাত্র ১০ কিলোমিটার। মঙ্গলবারও ওই লাইনে বাতিল বেশ কিছু ট্রেন। বুধবার বাতিল ট্রেনের সংখ্যা চার।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

আরব-সাগরে-দানা-বাঁধা-ঘূর্ণিঝড়ের-নাম-‘বিপর্যয়’,বঙ্গে-বর্ষার-কাঁটা-ঘূর্ণিঝড়-ও-নয়া-ঘূর্ণাবর্ত Read Next

আরব সাগরে দানা বাঁধা ঘূর...