You will be redirected to an external website

গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের মিছিল,শুভেন্দুর সঙ্গেই হাঁটছেন কৌস্তভ

গ্রুপ-ডি-চাকরিপ্রার্থীদের-মিছিল,শুভেন্দুর-সঙ্গেই-হাঁটছেন-কৌস্তভ

২টোর কিছু আগে মিছিলে চলে আসেন কৌস্তভ বাগচী

পথে নেমেছেন গ্রুপ-ডি (Group-D) চাকরি প্রার্থীরা। ক্যামাক স্ট্রিট দিয়ে যাচ্ছে মিছিল। যদিও মিছিলের অনুমতি নিয়ে জল গড়িয়েছিল আদালতে। রুট নিয়ে আপত্তি জানিয়েছিল রাজ্য। কিন্তু, রুট বদলের কোনও নির্দেশ আসেনি। ফলে ক্যামাক স্ট্রিটের ওই জায়গা দিয়েই যাচ্ছে মিছিল। মিছিলে পা মেলাচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, থাকছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীও।

যদিও শুভেন্দুর সঙ্গে তাঁর একসঙ্গে হাঁটা নিয়ে শুরুও হয়েছে বিতর্ক। যদিও মিছিল থেকে দাঁড়িয়ে কৌস্তভ বলেন, “এখানে কোনও কংগ্রেসের পতাকা নেই, বিজেপিরও পতাকা নেই। তাই এখানে না হাঁটার কোনও কারণ নেই। আমি ব্যক্তি কৌস্তভ বাগচী হিসাবে, আইনজীবী হিসাবে এখানে এসেছি। তাই এটা নিয়ে আলাদা করে জল্পনা করার কিছু নেই।

কৌস্তভ আরও বলেন, “আমি তো বলছি, মুখ্যমন্ত্রী আসুন না, মন্ত্রীদের পাঠান না। তাঁদের সঙ্গে হাঁটতে আমার তো কোনও অসুবিধা নেই। দিনের শেষে এই ছেলেমেয়েগুলোর চাকরি দরকার। এটাই আসল কথা। সরকার যদি চাকরি দিত তাহলে তো মিছিলই হত না।”

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mamata-Abhishek:-হোয়াটসঅ্যাপ-চ্যানেলের-মধ্যেই-আত্মপ্রকাশ-মমতা-অভিষেকও Read Next

Mamata-Abhishek: হোয়াটসঅ্যাপ চ্যা...