You will be redirected to an external website

Arvind Kejrwal: দিল্লির দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে নামবেন কেজরীর মন্ত্রীরা

Arvind-Kejrwal:-দিল্লির-দূষণ-পরিস্থিতি-নিয়ন্ত্রণে-নামবেন-কেজরীর-মন্ত্রীরা

দিল্লির দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে নামবেন কেজরীর মন্ত্রীরা

এখনও উদ্বেগজনক দিল্লির দূষণের পরিস্থিতি। তা নিয়ন্ত্রণে আনার চেষ্টায় এগিয়ে আসতে হবে মন্ত্রীদেরও, এই বার্তা দিয়ে এ দিন একটি সাংবাদিক বৈঠক করেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই।

দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বৈঠকে পরিবেশমন্ত্রী বলেন, নানা রকমের অবহেলার কারণে দূষণের পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। এর পরে তিনি জানান, আগামী দিনে পরিস্থিতির উন্নতির জন্য মন্ত্রীরা মাঠে নেমে কাজ করবেন। উত্তর ও উত্তর-পূর্বের জেলাগুলির দায়িত্বে থাকবেন গোপাল রাই নিজে। মন্ত্রী কৈলাস গহলৌত দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের জেলাগুলিকে দেখবেন। আর এক মন্ত্রী অতিশী মার্লেনা থাকবেন পূর্ব ও দক্ষিণ-পূর্বের জেলাগুলির দায়িত্বে। মন্ত্রী সৌরভ ভরদ্বাজকে দেওয়া হয়েছে দক্ষিণ দিল্লি ও নয়াদিল্লির দায়িত্ব।

দিল্লি সরকারের তরফে আজ জানানো হয়েছে, কৃত্রিম ভাবে বৃষ্টি নামাতে তারা তৈরি। দিল্লি প্রশাসনের এক আধিকারিক আজ বলেনছেন, ‘‘কেন্দ্রীয় সরকার যদি সাহায্য করে, তা হলে দিল্লি সরকার কৃত্রিম ভাবে বৃষ্টি নামাতে যাবতীয় খরচ বহন করতে প্রস্তুত। সব ঠিক থাকলে আগামী ২০ নভেম্বরের মধ্যে কৃত্রিম ভাবে বৃষ্টি নামানোর ব্যবস্থা করা হবে।’’ ওই আধিকারিক জানান, কানপুর আইআইটির পরামর্শ মতো প্রিন্সিপাল সেক্রেটারি বিষয়টি নিয়ে দিল্লি সরকারের অবস্থান সুপ্রিম কোর্টে জানাবেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

চাঁদনি-চকে-বহুতলে-আগুন,-ঘটনাস্থলে-দমকলের-তিনটি-ইঞ্জিন Read Next

চাঁদনি চকে বহুতলে আগুন, ঘ...