You will be redirected to an external website

Arvind Kejriwal: জেলে সপ্তাহে পাঁচ বার আইনজীবীদের সঙ্গে দেখা করার আবেদন কেজরীর

Arvind-Kejriwal:-জেলে-সপ্তাহে-পাঁচ-বার-আইনজীবীদের-সঙ্গে-দেখা-করার-আবেদন-কেজরীর

সপ্তাহে পাঁচ বার আইনজীবীদের সঙ্গে দেখা করার আবেদন কেজরীর

মঙ্গলবার দিল্লি হাই কোর্ট আপ সুপ্রিমোর আবেদন খারিজ করে দিয়েছিল। বুধবার তাঁর নতুন মামলাও খারিজ করে দিয়েছে দিল্লির অন্য এক আদালত। জেলে আইনজীবীদের সঙ্গে আইনি বৈঠকের সময়সীমা বৃদ্ধি করার আবেদন করেছিলেন কেজরী। সেই আবেদন শুনল না আদালত।

এই মামলার শুনানিতে দিল্লির মুখ্যমন্ত্রীর পক্ষে সওয়াল করেন আইনজীবী বিবেক জৈন। তিনি আদালতকে জানান, কেজরীওয়ালের বিরুদ্ধে ৩৫ থেকে ৪০টি মামলা চলছে। সেই সব মামলা নিয়ে জেলে তাঁর সঙ্গে আলোচনা করতে অনেকটা সময়ের প্রয়োজন। তিনি মামলাগুলি বুঝে যথাযথ নির্দেশ দেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না।

কেজরীওয়ালের আইনজীবী সওয়াল করার সময় টেনে আনেন আপ সাংসদ সঞ্জয় সিংহের প্রসঙ্গ। তিনি বলেন, ‘‘জেলে থাকাকালীন সঞ্জয় সপ্তাহে তিন বার করে তাঁর আইজীবীদের সঙ্গে দেখা করার সুযোগ পেতেন।’’ যদিও ইডি সেই আবেদনের বিরোধিতা করে। 

দিল্লির আবগারি মামলায় গত ২১ মার্চ কেজরীওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। এর পরেই তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন আপ প্রধান। মঙ্গলবার রায়দানের সময় দিল্লি হাই কোর্ট জানিয়েছে, কেজরীর গ্রেফতারি বেআইনি ভাবে হয়নি। ইডি আদালতে জানিয়েছে, কেজরীর বিরুদ্ধে তাদের হাতে প্রমাণ রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীকে আবগারি মামলার ‘মূলচক্রী’ হিসাবেও দেখিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Shahjahan-Sheikh:-শাহজাহানের-ভাই-এবং-দুই-শাগরেদের-কোর্টে-হাজিরা-চাইছেন-ইডি-গোয়েন্দারা! Read Next

Shahjahan Sheikh: শাহজাহানের ভাই এব...