You will be redirected to an external website

অরবিন্দ কেজরিওয়াল যদি দুর্নীতিগ্রস্ত হন তাহলে এই পৃথিবীতে সৎ কেউ নেই!

অরবিন্দ-কেজরিওয়াল-যদি-দুর্নীতিগ্রস্ত-হন-তাহলে-এই-পৃথিবীতে-সৎ-কেউ-নেই!

উপমুখ্যমন্ত্রীর গ্রেফতারি ও ইস্তফার পর মুখ খুললেন কেজরিওয়াল। সংগৃহীত ছবি

 দিল্লি আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে সিবিআই। কিন্তু, নিজেকে নির্দোষ দাবি করেছেন কেজরিওয়াল। তাঁর মতে, অরবিন্দ কেজরিওয়াল যদি দুর্নীতিগ্রস্ত হন তাহলে এই পৃথিবীতে সৎ কেউ নেই। একইসঙ্গে তিনি জানিয়েছেন, রবিবারই সিবিআই দফতরে যাবেন ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হবেন।

শনিবার ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, "আগামীকাল, তাঁরা  আমাকে ডেকেছে এবং আমি অবশ্যই যাব। অরবিন্দ কেজরিওয়াল যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে এই পৃথিবীতে সৎ কেউ নেই।  বিজেপি যদি সিবিআইকে আমাকে গ্রেফতার করার জন্য নির্দেশ দেয়, তাহলে সিবিআই অবশ্যই তাঁদের  নির্দেশ মেনে চলবে। 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, ১৪টি ফোন নষ্ট করায় অভিযুক্ত মণীশ সিসোদিয়া। এখন ইডি বলছে, ৪টি ফোন তাঁদের কাছে রয়েছে এবং সিবিআই বলছে একটি ফোন তাঁদের কাছে আছে, যদি তিনি সেই ফোনগুলি নষ্ট করে থাকেন তাহলে তাঁরা সিবিআই এবং ইডি সেই ফোনগুলি কীভাবে পেল। এ সব সংস্থা আদালতে মিথ্যা কথা বলছে।"

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

পুকুর-থেকে-উদ্ধার-দুর্নীতির-তথ্য! Read Next

পুকুর থেকে উদ্ধার দুর্ন...