You will be redirected to an external website

প্রথম বন্দে ভারত ট্রেন পেতে চলেছে কেরল !

প্রথম-বন্দে-ভারত-ট্রেন-পেতে-চলেছে-কেরল-!

২৫ এপ্রিল যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী ! সংগৃহীত ছবি

সফলভাবে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে কেরলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ট্রায়াল। এবার উদ্বোধনের অপেক্ষা, ২৫ এপ্রিল অত্যাধুনিক এই বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে কেরল। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেল স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন।

বর্তমানে পশ্চিমবঙ্গে একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবা দিয়ে থাকে। এটি হাওড়া থেকে এনজেপি-এর মধ্যে যাতায়াত করে। তবে খুব তাড়াতাড়ি আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এনজেপি থেকে গুয়াহাটির মধ্যে পরিষেবা দেওয়া শুরু করবে বলে জানা গিয়েছে। এরই মধ্যে রাজ্যের জন্য অপর এক ভালো খবর নিয়ে এল ভারতীয় রেল।

২৫ এপ্রিল, শুক্রবার সকাল ১০টা নাগাদ তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেল স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও ওই দিন কেরলে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে ৩২০০ কোটি টাকারও বেশি মূল্যের দেশের উন্নয়ন প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং উৎসর্গ করবেন।

 

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

অরিন্দম শীলের নয়া ফেলুদ...