You will be redirected to an external website

Rahul Gandhi:রাহুলের সাংসদ পদ খারিজ হতেই অভিভাবক শূন্য ওয়েনাড়

Rahul-Gandhi:রাহুলের-সাংসদ-পদ-খারিজ-হতেই-অভিভাবক-শূন্য-ওয়েনাড়

কেরলের ওয়েনাড় লোকসভা কেন্দ্র আসন শূন্য বলে ঘোষণা করা হল

লোকসভায় রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই কেরলের ওয়েনাড় লোকসভা কেন্দ্র আসন শূন্য বলে ঘোষণা করা হল। সাংসদ শূন্য কেন্দ্রের তালিকায় রয়েছে আরও দু’টি লোকসভা কেন্দ্র। লোকসভার ওয়েবসাইটে, ওয়েনাড়ের পাশাপাশি জালন্ধর এবং লক্ষদ্বীপকেও সাংসদ শূন্য হিসাবে দেখানো হয়েছে।

২০১৯ সালের লোকসভা ভোটে কর্নাটকে প্রচারে গিয়ে রাহুলের করা মোদী-মন্তব্যের জন্য তাঁকে দু’বছরের করাদণ্ডের সাজা শুনিয়েছে সুরত জেলা আদালত। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-এর ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শুক্রবার রাহুলের সাংসদ পদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। আর সেই কারণেই ওয়েনাড় কেন্দ্র বর্তমানে অভিভাবক হীন।

একই সঙ্গে কংগ্রেস সাংসদ সন্তোখ সিংহ চৌধুরীর মৃত্যুতে জালন্ধরের আসনটি শূন্য হয়েছে। লক্ষদ্বীপ সাংসদ শূন্য, কারণ, দু’মাস আগে খুনের চেষ্টার অপরাধে ১০ বছর জেলের সাজাপ্রাপ্ত লক্ষদ্বীপের এনসিপি সাংসদ মহম্মদ ফয়জলকে লোকসভা থেকে বরখাস্ত করেছিলেন স্পিকার। কিন্তু ইতিমধ্যেই লক্ষদ্বীপের নিম্ন আদালতের সেই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে কেরল হাই কোর্ট। শুধু জেলযাত্রা আটকানো নয়, দোষী ঘোষণার উপরেও ছিল সেই স্থগিতাদেশ। পাশাপাশি, তাঁর সদস্যপদ ফিরিয়ে দেওয়ার জন্য লোকসভা সচিবালয়কে নির্দেশ দেয় কেরল হাই কোর্ট। ফলে সাংসদ পদ ফিরে পেতে চলেছেন ফয়জল। যে কারণেই লক্ষদ্বীপের সাংসদ সাংসদ পদ শূন্য।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

'মেয়েটা-একা-আছে,খোঁজখবর-রাখিস,'অনুব্রতকন্যার-দিকে-নজর-রাখার-পরামর্শ-মমতার Read Next

'মেয়েটা একা আছে,খোঁজখবর র...