You will be redirected to an external website

‘জেলে ভরে রেখেছে, মানুষের মন থেকে মুছতে পারেনি’,মমতার মুখে কেষ্ট-নাম

‘জেলে-ভরে-রেখেছে,-মানুষের-মন-থেকে-মুছতে-পারেনি’,মমতার-মুখে-কেষ্ট-নাম

ফের বীরভূমে মমতার মুখে কেষ্ট-নাম

 কার হাতে থাকবে ক্ষমতা? বাড়তে থাকে চাপানউতোর। তবে আর জেলা সভাপতির পদে নেই অনুব্রত। জেলায় তৈরি হয়েছে নতুন কোর কমিটি। সেখানে কাজল শেখকে গুরুদায়িত্ব দেওয়া হলেও সেখান থেকে তাঁকে পরবর্তীতে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে জেলার সংগঠনের দিকটা নজরদারি করছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই বীরভূমেই প্রশাসনিক সভায় গিয়ে ফের কেষ্টর হয়ে ব্যাট ধরতে দেখা গেল মমতাকে। 

বিরোধীদের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “সিউড়িতেও নানা চক্রান্ত চলছে। বীরভূমেও চলছে। আজকে কেষ্টকে জেলে ভরে রেখে দিয়েছে। কিন্তু মানুষের মন থেকে মুছতে পারেনি। একই অভিযোগ আপনাদের নেতার বিরুদ্ধে রয়েছে, ব্যবস্থা নিয়েছেন?” সন্দেশখালি নিয়েও বিরোধীদের বিরুদ্ধে অলআউট অ্যাটাকে নামতে দেখা যায় মমতাকে। আক্রমণের সুরে বলেন, মানুষের উপর অত্যাচার হলে আমাদের সরকার ব্যবস্থা নেয়।

এদিন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়েরও উদ্বোধন করার পাশাপাশি মোট ২১৬টি প্রকল্পের উদ্বোধন করেন মমতা। খরচ ৭২৩ কোটি ২০ লক্ষ টাকা । যার মধ্যে রয়েছে ইলামবাজার, দুবরাজপুর ও কাঁকসা ব্লকের অন্তর্গত পানাগড়-ইলামবাজার-দুবরাজপুরে ১০ হাজার ৭৭৮ লক্ষ টাকা খরচ করে প্রায় ৪৯ কিলোমিটার রাস্তার কাজ। রয়েছে রামপুরহাট ১ নম্বর ব্লকের অন্তর্গত কাষ্ঠগড়িয়া হেলথ সেন্টার থেকে ঠাকুরপুরা পর্যন্ত ৩১৯৮.৭৪ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজ। স্বাস্থ্য খাতেও বড় খরচ হয়েছে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Narendra-Modi:-রাজ্যে-আসছেন-নরেন্দ্র-মোদি!-সন্দেশখালি-কাণ্ডের-আবহেই-সফর Read Next

Narendra Modi: রাজ্যে আসছেন নরেন্...