You will be redirected to an external website

নির্বাচনের আগে বিজেপি প্রচারে কন্নড়ের বিখ্যাত তারকা!

নির্বাচনের-আগে-বিজেপি-প্রচারে-কন্নড়ের-বিখ্যাত-তারকা!-

বিজেপিতে যোগ দিচ্ছেন কিচ্চা সুদীপ । সংগৃহীত ছবি

 ভোটের দামামা বেজে গিয়েছে। আগামী ১০ মে কর্নাটকের বিধানসভা নির্বাচন ।  আসন্ন নির্বাচনকে পাখির চোখ বানিয়ে ইতিমধ্যেই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে শাসক-বিরোধী দলগুলি। এবারের নির্বাচনে শুধুমাত্র হেভিওয়েট প্রার্থীই নয়, তারকা প্রার্থীদেরও প্রচারে নামাচ্ছে বিজেপি। সূত্রের খবর, একাধিক কন্নড় তারকাদের প্রচারের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এরমধ্যে অন্যতম হলেন কিচ্চা সুদীপ । বিজেপি সূত্রে জানা গিয়েছে, আজ, বুধবারই কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপ বিজেপিতে যোগ দেবেন। তাঁর সঙ্গে যোগ দিতে পারেন আরেক অভিনেতা দর্শন তুগুদীপা।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে কর্ণাটকের কংগ্রেস প্রধান ডিকে শিবকুমার সুদীপের সঙ্গে দেখা করেছিলেন। সেই সময় তারকার কংগ্রেসে যোগদানের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও তারকার পক্ষ থেকে সেটিকে ব্যক্তিগত সাক্ষাৎ বলেই দাবি করা হয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগেই কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের দলে টানতে চাইছে গেরুয়া শিবির। তাই সুদীপকে নাকি বিজেপিতে যোগ দানের প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে এখনও তারকা বা কর্ণাটক বিজেপির পক্ষ থেকে কিছু ঘোষণা করা হয়নি।
 বেঙ্গালুরুতে একটি হোটেলে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুর দেড়টা থেকে আড়াইটের মধ্যে অভিনেতা কিচ্চা সুদীপ ও দর্শন তুগুদীপা যোগ দেবেন। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ও অন্যান্য শীর্ষ নেতাদের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করবেন অভিনেতারা।

এটাই কিচ্চা সুদীপের রাজনীতিতে আত্মপ্রকাশ হবে। সূত্রের খবর, তিনি রাজ্য়জুড়েই প্রচার চালাবেন। তবে তাঁর প্রচারের মূল ফোকাস থাকবে কল্যাণ-কর্নাটক অঞ্চল। উল্লেখ্য, কিচ্চা সুদীপ নায়ক জাতির অন্তর্ভূক্ত। কল্যাণ-কর্নাটক অঞ্চলেই তাদের বসবাস। রাজ্যে অভিনেতার যে বিপুল সমর্থন রয়েছে, আসন্ন নির্বাচনে সেটিকেই হাতিয়ার করার পরিকল্পনা করছে বিজেপি।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

বাজার-দর-ক্রমেই-চড়ছে,তবে-আপাতত-স্বস্তি-মুরগির-মাংসের-দামে Read Next

বাজার দর ক্রমেই চড়ছে,তব�...

Related News