You will be redirected to an external website

মেট্রো রেক পেতে চলেছে কলকাতা,৬০০০ কোটি টাকা অনুমোদন করল কেন্দ্র

মেট্রো-রেক-পেতে-চলেছে-কলকাতা,৬০০০-কোটি-টাকা-অনুমোদন-করল-কেন্দ্র

কলকাতা পেতে চলেছে স্বদেশী প্রযুক্তিতে তৈরি মেট্রো রেক

আগামী ২০২৬ সালের মধ্যে কলকাতা পেতে চলেছে স্বদেশী প্রযুক্তিতে তৈরি মেট্রো রেক। তিলোত্তমার বুক চিরে চলবে এই মেট্রো রেকগুলি। সূত্রের খবর, মেট্রো পরিবেষাকে আমূল পরিবর্তন করার জন্য ইতিমধ্যেই কলকাতাকে ৬০০০ কোটি টাকা অনুমোদন করেছে রেল মন্ত্রক। নতুন ৮৫ টি রেক কলকাতায় আসছে। যেগুলি বর্তমান রেকের থেকে আরও অনেক বেশি আধুনিক প্রযুক্তিতে তৈরি হবে বলে খবর।

উত্তর-দক্ষিণ লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর করিডর, ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইন অর্থাৎ সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান মেট্রো করিডর, জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো করিডর, কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর করিডর, এই চারটি লাইনের মেট্রোরেককে মূলত বদল করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। 

বেঙ্গালুরুর ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে রেকগুলি।যেহেতু কলকাতা বিমানবন্দর গামী যাত্রীদের জন্য নয়া মেট্রো পরিষেবা শুরু করা হচ্ছে, তাই এই রেক গুলিতে লাগেজ রাখার জন্য বড় বড় জায়গা রাখা হচ্ছে।বগির ভিতরে থাকবে মোবাইল চার্জ দেওয়ার পয়েন্ট।ইউ এস বি কেবল লাগানোর জন্য থাকছে বগীর ভিতরে দুদিকেই পর্যাপ্ত পয়েন্ট।যেকোনো আপৎকালীন সময় যাত্রীরা সরাসরি চালকের সঙ্গে বগির ভিতর থাকা নির্দিষ্ট পয়েন্ট থেকে কথা বলতে পারবেন। 

প্ল্যাটফর্ম থেকে যদি রেকের সামনে কেউ ঝাঁপ দেন, আত্মহত্যার জন্য তাহলে যাতে দ্রুত সংশ্লিষ্ট মেট্রো চালক নিজের গাড়িটি থামাতে পারেন তার জন্য অটোমেটিক ব্রেক প্রযুক্তি থাকছে। প্রত্যেকটি বগিতে থাকছে পর্যাপ্ত ক্লোজ সার্কিট ক্যামেরা। থাকছে অত্যাধুনিক পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Assam-Flood:-অসমে-বন্যায়-১৩টি-জেলার-২-লক্ষ-৪৩-হাজার-মানুষ-ক্ষতিগ্রস্ত-হয়েছে Read Next

Assam Flood: অসমে বন্যায় ১৩টি জে...