কুন্তলের চিঠি মামলা ঘিরে বির্তকের ঝড় ! সংগৃহীত ছবি
এই প্রথম নয় এর আগেও বহুবার সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ করেছেন দুর্নীতি মামলায়ুক্ত কুন্তল ঘোষ ।নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তথা বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ ইডি এবং সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ করেন, তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে। । বৃহস্পতিবার সেই প্রক্রিয়া শেষ হতেই মামলা থেকে অব্যহতি চেয়ে আদালতে আবেদন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, কেন তাঁকে এই মামলায় যুক্ত করা হল তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন অভিষেকের আইনজীবী ।
কুন্তল ঘোষ এর আগে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন, তদন্তে জেরা করতে গিয়ে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। তা হাই কোর্টের গোচরে এলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুন্তলের মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। শীর্ষ আদালতে স্বস্তি মেলে। প্রথমে অভিষেকের জেরায় স্থগিতাদেশ দেওয়া হয়। তারপর মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে নতুন বিচারপতির নিয়োগের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
সেই নির্দেশমতো কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি স্থানান্তরিত হয়। বিচারপতি শুনানিতে প্রশ্ন তোলেন, এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা করতেে অসুবিধা কোথায়? তদন্তকারী সংস্থা যাকে মনে করবে, জেরা করতেই পারে বলেও মন্তব্য করেছিলেন বিচারপতি। বৃহস্পতিবার তাঁর এজলাসেই অভিষেক নতুন করে আবেদন জানান, তাঁকে জেরা থেকে অব্যাহতি দেওয়া হোক। এনিয়ে আজ কোনও হস্তক্ষেপ করেনি হাই কোর্ট। সম্ভবত শুক্রবার মামলাটি শুনানির জন্য পেশ করা হবে। তবে এবার অভিষেকের আবেদন মঞ্জুর হবে কি না, সেদিকে নজর সংশ্লিষ্ট মহলের।