You will be redirected to an external website

লালকৃষ্ণ আডবাণী যোগ দেবেন রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে

লালকৃষ্ণ-আডবাণী-যোগ-দেবেন-রামমন্দির-উদ্বোধনী-অনুষ্ঠানে

লালকৃষ্ণ আডবাণী যোগ দেবেন রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। এই দাবি করেছেন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার। বুধবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নেতা কৃষ্ণ গোপালের সঙ্গে আগামী ২২ জানুয়ারি অযোধ্যার ‘রামজন্মভূমিতে’ মন্দিরের উদ্বোধন এবং ‘রামলালার প্রাণপ্রতিষ্ঠা’

তিন দশক আগে রামমন্দির আন্দোলনে সঙ্ঘ পরিবারের ‘মুখ’ ছিলেন আডবাণী। তাঁর রামরথ যাত্রায় ভর করে হিন্দি বলয়ে চমকপ্রদ উত্থান হয়েছিল বিজেপির। কিন্তু আগামী ২২ জানুয়ারি আযোধ্যার ‘রামজন্মভূমিতে’ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে তাঁকে দেখা যাবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের গড়া শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান চম্পত রাই ডিসেম্বরে জানিয়েছিলেন, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হলেও বয়স এবং স্বাস্থ্যের কারণে তাঁকে অযোধ্যায় না যাওয়ার বার্তা দেওয়া হয়েছে।

আডবাণীর পাশাপাশি, বিজেপির আর এক প্রাক্তন সভাপতি তথা রামজন্মভূমি আন্দোলনে নেতা মুরলীমনোহর জোশীকেও একই ‘পরামর্শ’ দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন চম্পত। তিনি বলেছিলেন, ‘‘দু’জনেই পরিবারের প্রবীণ। তাঁদের বয়স বিবেচনা করেই না আসার জন্য অনুরোধ করা হয়েছিল, যা দু’জনেই মেনে নিয়েছেন।’’ কিন্তু চম্পতের সেই দাবি, কার্যত খারিজ করে দিলেন ভিএইচপি নেতা অলোক।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Rahul-Gandhi:-ইম্ফলে-সভার-অনুমতি-পেলেন-না-রাহুল-গান্ধী Read Next

Rahul Gandhi: ইম্ফলে সভার অনুমতি ...