ডিএ নিয়ে মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের ! সংগূহীত ছবি
সরকারি কর্মীদের ডিএ নিয়ে এবার মন্তব্য করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর মতে, আন্দোলনকারীদের দাবি মতো ডিএ দিতে গেলে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো সামাজিক উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাবে!
উত্তর ২৪ পরগনার খড়দহের পাতুলিয়া পঞ্চায়েত এলাকায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে যোগ দিতে এসে বৃহস্পতিবার শোভনদেব বলেন, ‘‘এই ডিএ-টি দিতে গেলে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা বন্ধ হয়ে যেতে পারে। স্বাস্থ্যসাথীর কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে। কন্যাশ্রীর টাকাটা বন্ধ হয়ে যেতে পারে।’’
এর পরেই জনতার উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‘আপনি আপনার বুকে হাত রেখে বাড়িতে গিয়ে ভাববেন, শোভনদেববাবু যে কথাটা বললেন, যে গরিবের কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় ভাববেন, না কি যে লোকটা (সরকারি কর্মচারী) ইতিমধ্যেই পাচ্ছেন তাঁকে একটু বেশি পয়সা দেবেন? কোনটা ঠিক সেটা আপনারা বিচার করে নেবেন।’’