You will be redirected to an external website

Prabha Atre: রাশিদ খানের পর প্রয়াত সঙ্গীতশিল্পী প্রভা আত্রে

Prabha-Atre:-রাশিদ-খানের-পর-প্রয়াত-সঙ্গীতশিল্পী-প্রভা-আত্রে

প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী ডক্টর প্রভা আত্রে

প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী ডক্টর প্রভা আত্রে। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে পুনেতে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। বয়স হয়েছিল ৯২। 

প্রভা আত্রে। ১৯৩২ সালে ১৩ সেপ্টেম্বর জন্ম হয় তাঁর। ছোট থেকেই গানের প্রতি তাঁর টান। বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীতই তাঁকে প্রভাবিত করত। হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের কিরানা ঘরানায় নজির সৃষ্টি করেছিলেন শিল্পী। ভারত সরকারের তিনটি পদ্ম পুরস্কারেই ভূষিত হয়েছেন। তবে শুধুই ধ্রুপদী সঙ্গীত নয়, শিক্ষাবিদ, গবেষক, সুরকার এবং লেখক হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রভা আত্রে। বিজ্ঞানে স্নাতক হলেও গানবাজনাতে মন পড়ে থাকত তাঁর। পড়াশুনোর পাশাপাশি গান শেখার সিদ্ধান্ত নেন। আত্রে পরিবারও তাঁর সিদ্ধান্তের বিরোধিতা করেননি। মাত্র আট বছর বয়স থেকেই তাঁর জীবনে গান গাওয়া শুরু।

২০২২ সালে পদ্মবিভূষণে ভূষিত হন। ১৯৯০ সালে পদ্মশ্রী পুরস্কার এবং ২০০২ সালে পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন শিল্পী। তিনি ১৯৯১ সালে সংগীত নাটক অকাদেমি পুরস্কারেও ভূষিত হয়েছিলেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

চালের-দাম-নিয়ন্ত্রণে-খোলা-বাজারে-বিক্রির-সিদ্ধান্ত-কেন্দ্রের Read Next

চালের দাম নিয়ন্ত্রণে খো...