You will be redirected to an external website

আইনজীবীরা ধর্মঘটে উপস্থিত থাকলেই ঘটবে বিপত্তি !

আইনজীবীদের উদ্দেশ্যে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট! সংগৃহীত ছবি

নানান দাবি দাওয়াকে ঘিরে হামেশাই কর্মবিরতি পালন করেন দেশের জেলা ও হাইকোর্টের আইনজীবীরা। আর তার জেরে যেমন বহু মামলার শুনানি পিছিয়ে যায় তেমনি সব থেকে বেশি হয়রানির মুখে পড়েন আমজনতা। পাশাপাশি সরকারি অর্থেরও অপচয় ঘটে। সেই ঘটনা ঠেকাতেই এবার কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

উত্তরাখন্ডের দেরাহদুন জেলা আদালতের বার অ্যাসোসিয়েসনের তরফে একটি মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানি শেষে রায় দিতে গিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইনজীবীরা কোনও ভাবেই ধর্মঘটে যেতে পারবেন না বা কাজ থেকে বিরত থাকতে পারবেন না। তাঁদের কোনও অভাব অভিযোগ বা সমস্যা থাকলে জেলা আদালত ও হাইকোর্টে আলাদা কমিটি গঠন করতে হবে।

এদিন এই রায় দিয়েছে বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর নেতৃত্বাধীন বেঞ্চ। তবে তাঁরা স্পষ্ট করে দিয়েছেন, আইনজীবী বা বার অ্যাসোসিয়েসনের কোনও সদস্য ধর্মঘটে যেতে পারবেন না। কেননা বার বার আইনজীবীরা যেভাবে ধর্মঘটে যাচ্ছেন বা তাদের কাজ থেকে বিরত থাকছেন তা বিচার কাজকে ব্যাহত করছে।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

গঙ্গাজল, গোমূত্র খাইয়ে, শ...