You will be redirected to an external website

Rishi Sunak: কে বলবেন তিনিও প্রধানমন্ত্রী! যার আচরণে মুগ্ধ সকলে

Rishi-Sunak:-কে-বলবেন-তিনিও-প্রধানমন্ত্রী!-যার-আচরণে-মুগ্ধ-সকলে

ঐক্যের বার্তা দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা

 জি-২০ সম্মেলনের মঞ্চে ঐক্যের বার্তা দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। মুখোমুখি সাক্ষাৎ হওয়ার পর কখনও একে অপরকে আলিঙ্গন করে, কখনও আবার হাত মিলিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন তাঁরা। এরইমাঝে নজর কেড়েছেন এক রাষ্ট্রনেতা, যার আচরণে মুগ্ধ সকলে। তিনি আর কেউ নন, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র সঙ্গে কথা বলতে দেখা গেল তাঁকে। শেখ হাসিনা যাতে বসে বসেই কথা বলতে পারেন, তার জন্য এক হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েন সুনক। তাঁর এই ব্যবহারকেই সাধুবাদ জানিয়েছেন সকলে।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঋষি সুনক-শেখ হাসিনার ছবি। ইন্টারনেট ব্য়বহারকারীরা সেই ছবি পোস্ট করে লিখেছেন, “বড় মানুষদের কোনও অহংবোধ থাকে না! বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাটিতে বসে কথা বলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। শেখ হাসিনার যাতে অসুবিধা না হয়, তার জন্য এমন করেছেন সুনক।”

আরেক টুইটার ব্য়বহারকারী ঋষি সুনকের ছবি পোস্ট করে লেখেন, “কী অসাধারণ জেন্টেলম্যান ঋষি সুনক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কীভাবে কথা বলছেন তিনি।” 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Joe-Biden:-জি-২০-সম্মেলন-নিয়ে-খুশি-বাইডেন,-প্রধানমন্ত্রী-মোদীকে-বিশেষ-ধন্যবাদ... Read Next

Joe Biden: জি-২০ সম্মেলন নিয়ে খ...