You will be redirected to an external website

Mamata Banerjee: স্পেন সফরের সময় আবার পায়ে চোট, এসএসকেএমে দেখালেন মুখ্যমন্ত্রী

Mamata-Banerjee:-স্পেন-সফরের-সময়-আবার-পায়ে-চোট,-এসএসকেএমে-দেখালেন-মুখ্যমন্ত্রী

স্পেন সফরের সময় আবার পায়ে চোট

বিকেল ৫টার কিছু পরে তিনি এসএসকেএম হাসপাতালে আসেন। হাসপাতাল সূত্রে খবর, বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের কথায়, ‘‘এক সপ্তাহ আগে চোট পান তিনি।’’ ঘটনাচক্রে, ওই সময়ে তিনি স্পেন সফরে ছিলেন। সেখানে থাকাকালীনই মুখ্যমন্ত্রী চোট লাগে বলেই মনে করা হচ্ছে। ব্যস্ত কর্মসূচি থাকায় বিদেশ সফরে পায়ের চিকিৎসা করাতে পারেননি মুখ্যমন্ত্রী। তাই কলকাতায় ফেরার একদিন পরেই নিজের পায়ের চিকিৎসা করাতে যান তিনি। উডবার্ন ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর পায়ের চিকিৎসা হয়েছে বলেই হাসপাতাল সূত্রে খবর। 

হাসপাতাল সূত্রে খবর আপাতত মুখ্যমন্ত্রীকে ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সোমবার নবান্ন করম পুজোর ছুটির কারণে বন্ধ। তাই মুখ্যমন্ত্রীর নবান্নে যাওয়ার কর্মসূচি নেই। তবে চিকিৎসকদের পরামর্শ মানলে আগামী কয়েকদিনও মুখ্যমন্ত্রীর রাজ্য প্রশাসনের সদর দফতরে যাওয়া হবে না। যদিও, যাবতীয় কাজ তিনি কালীঘাটের বাসভবনে বসেই করতে পারেন বলেই জানাচ্ছে প্রশাসনের একটি সূত্র। তবে যাবতীয় বিষয় সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী স্বয়ং।

গত ২৭ জুন জলপাইগুড়ি থেকে আকাশে ওড়ার পরই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের উপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির মুখে পড়ে ওই হেলিকপ্টারটি। দুর্ঘটনা এড়াতে বিমানের জরুরি অবতরণ করানো হয় সেবকে, বায়ুসেনার ঘাঁটিতে। সেখানেই কপ্টার থেকে তড়িঘড়ি নামতে গিয়ে কোমরে এবং পায়ে চোট পান মমতা। সেই সময় থেকেই এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Dengue:-ডেঙ্গি-ছড়াচ্ছে-নতুন-করে,-কলকাতা-সহ-সব-জেলায়-সতর্কতা Read Next

Dengue: ডেঙ্গি ছড়াচ্ছে নতুন ...