পুজোর মুখে নিম্নচাপের আশঙ্কা কথা আগেই শুনিয়েছে হাওয়া অফিস
পুজোর মুখে নিম্নচাপের আশঙ্কা কথা আগেই শুনিয়েছে হাওয়া অফিস। আরব সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। যদিও তার ছাপ বাংলার বুকে খুব একটা পড়বে না বলেই মনে করা হচ্ছে। মহালয়ার দিনও বৃষ্টি দেখেনি রাজ্য। রবিবার সকাল থেকেও রোদ ঝলমলে আকাশ। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস।
বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় রয়েছে বলে জানা যাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় এই ঝঞ্ঝা সমতলের রাজ্যগুলিতে ডানা মেলতে শুরু করবে। সে কারণে আবহাওয়ার গতিপ্রকৃতিও ধীরে ধীরে বদলাতে শুরু করতে পারে। এদিন উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় থাকছে বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে নতুন সপ্তাহ থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে যাবে। এদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে।
তবে দক্ষিণবঙ্গে নবমী থেকে কিছুটা হলে আবহাওয়ার পরিবর্তন দেখতে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। মেঘ ঢুকতে শুরু করবে নবমীর সকাল থেকেই। সে কারণেই কোনও কোনও জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা বৃষ্টির কথা থাকলেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।