দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি
নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরের বুকে। আর তাতেই ভিজছে দেশের একটা বড় অংশ। বৃহস্পতিবার মেঘ-রোদের খেলা চললেও শুক্রবার সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। বেলা গড়াতেই কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি (Rain in Bengal)। বিকালেও উত্তর থেকে দক্ষিণ কলকাতায় চলছে ব্যাপক বৃষ্টি। যদিও আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস বলছেন, বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণের দিকেই সর্বাধিক প্রভাব ফেলবে। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশেই সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা।
মৌসম ভবন সূত্রে খবর, আগামী এক সপ্তাহ বাংলায় ভারী বৃষ্টির বিশেষ পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি দেখা যাবে। একইসঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ স্বভাবতই বেশি থাকবে। সে কারণেই এই অস্বস্তি সহজে যাবে না।
তবে সপ্তাহান্তেই বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে উত্তরবঙ্গে। পাহাড়ের উপরের দিকের জেলাগুলিতে রবিবারই মাঝারি বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়ছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির মতো জেলাগুলিতে। অন্যদিকে নীচের দিকে জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির খুব একটা দাপট দেখতে পাওয়া যাবে না।