দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে
শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এরপরও আর্দ্রতাজনিত বজায় থাকবে। অপরদিকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হবে।
দক্ষিণবঙ্গে দুই জেলা বাদ দিয়ে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া জেলায়। আগামিকালও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। রবিবারের পর থেকে পুনরায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।