রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে
রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় ভারী বৃষ্টির পূর্বাভাস।উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে আগামি ২৪ ঘন্টায়। এর প্রভাবে উপকুলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়বে।মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। রবিবার ও সোমবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
আজ থেকে সোমবার রাজ্যের উপকূলের জেলায় নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে। আরও প্রায় ২ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কমবে।উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। অতিভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও আগামি ৪৮ ঘন্টায় বৃষ্টি বাড়বে। কলকাতায় মূলত মেঘলা আকাশ। বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।