You will be redirected to an external website

Lizard In Breakfast: তেলঙ্গানার ছাত্রীনিবাসে খাবারে টিকটিকি, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৩৫ জন

Lizard-In-Breakfast:-তেলঙ্গানার-ছাত্রীনিবাসে-খাবারে-টিকটিকি,-অসুস্থ-হয়ে-হাসপাতালে-ভর্তি-৩৫-জন

তেলঙ্গানার ছাত্রীনিবাসে খাবারে টিকটিকি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাতরাশের পর পরই ওই আবাসনের ছাত্রীদের বমি এবং পেট খারাপের মত উপসর্গ দেখা দেয়। ১৭ জন অসুস্থ ছাত্রীকে নিয়ে যাওয়া হয় রামায়ামপেট মণ্ডলের একটি প্রাথমিক চিকিত্সাকেন্দ্রে। তাদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকিদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, অসুস্থরা সকলেই রামায়ামপেটের একটি স্কুলের ছাত্রী। জেলা শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, হস্টেলে সকালের খাবারে ছিল উপমা। পরিবেশনের সময় হঠাত্ই এক ছাত্রী ওই খাবারে টিকটিকি দেখতে পায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রীনিবাসে। ছাত্রীরা বমি করতে শুরু করে। পরিস্থিতির অবনতি হলে সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় ক্ষোভ ছড়ায় অন্যান্য আবাসিকদের মধ্যে। ছাত্রীনিবাসের খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছে তারা। ক্ষুব্ধ অভিভাবকরাও। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্বাস্থ্য আধিকারিকরা খাবারের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন। এই ঘটনার পর রাঁধুনি এবং তাঁর সহকারীকে বহিষ্কার করা হয়েছে। গাফিলতির অভিযোগে শোকজ় করা হয়েছে ওই ছাত্রীনিবাসের স্পেশাল অফিসার এবং কেয়ারটেকারকেও।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

PM-Narendra-Modi:-রাশিয়া-সফর-শেষে-অস্ট্রিয়ায়-প্রধানমন্ত্রী,-বন্দে-মাতরমে-জানানো-হল-স্বাগত Read Next

PM Narendra Modi: রাশিয়া সফর শেষে অ...