অয়নের আরও ২০টি ফ্ল্যাটের হদিস
এই রাজ্যের পাশাপাশি দিল্লিতেও অয়নের ফ্ল্যাটের হদিস মিলেছে। এ ছাড়াও অয়নের পাঁচটি দামি গাড়ির হদিস পেয়েছে ইডি বলে সূত্রের খবর। আদালতের নির্দেশ, আগামী ৮ মে পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতেই থাকবেন অয়ন।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল অয়নের। সেই অভিযোগেই তাঁকে গ্রেফতার করে ইডি। এখন বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি। অয়নের বাড়িতে তল্লাশির সময়ই পুরসভা নিয়োগ পরীক্ষার উত্তরপত্র মেলে। গত শনিবার পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় অয়নের বিরুদ্ধে এফআইআর করেছিল সিবিআই। এই বিষয়ে ইডির থেকে প্রাথমিক তথ্য নিয়েছিল তারা। সিবিআইয়ের এফআইআরের ভিত্তিতে অভিযোগ (ইসিআইআর) করতে চলেছে ইডি। এ বার পুরসভার নিয়োগ নিয়ে তদন্ত করবে এই কেন্দ্রীয় সংস্থা। তারা মনে করছে, অয়ন যে সব উত্তরপত্রের মূল্যায়ন করেছে, সে সব ক্ষেত্রে দুর্নীতি হয়ে থাকতে পারে।
তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তলকে (দু’জনেই নিয়োগ দুর্নীতির মামলায় জেলবন্দি) গ্রেফতারের পরে তাঁদের ঘনিষ্ঠ প্রোমোটার তথা ঘুরপথে পুরসভায় নিয়োগের পাণ্ডা অয়নের নাম উঠে আসে। অয়নের বাড়ি এবং অফিসে টানা তল্লাশির পর তাঁকে গ্রেফতার করেছিলেন ইডি আধিকারিকেরা। অভিযোগ, তাঁর কাছ থেকে চাকরির পরীক্ষার একাধিক উত্তরপত্র ছাড়াও উদ্ধার করা হয় বেশ কিছু অ্যাডমিট কার্ড এবং অন্যান্য নথিও। ইডি সূত্রে দাবি, অয়নের কাছ থেকে যে সমস্ত ওএমআর শিটের প্রতিলিপি মিলেছে, সেগুলি পুরসভায় নিয়োগ সংক্রান্ত পরীক্ষার। অয়নের বাড়িতে ৩২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও পাওয়া গিয়েছে।