You will be redirected to an external website

Abhishek Banerjee: ‘গরমে ঠান্ডা থাকো’, নির্বাচনী প্রচারের ফাঁকে টিপস দিলেন অভিষেক

Abhishek-Banerjee:-‘গরমে-ঠান্ডা-থাকো’,-নির্বাচনী-প্রচারের-ফাঁকে-টিপস-দিলেন-অভিষেক

টানা প্রায় দেড় মাস ধরে লোকসভা নির্বাচন

টানা প্রায় দেড় মাস ধরে লোকসভা নির্বাচন। সাত দফায় ভোট গ্রহণ পর্বের দু দফা ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি এখনও ৫ দফা। তার মধ্যে বৈশাখের প্রখর দাবদাহ। তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রির নিচে নামছেই না। বাংলাতেও অসহ্য পরিস্থিতি। আবহাওয়ার এই পরিস্থিতির মাঝে নির্বাচনী প্রচার চলছে। বলা ভালো, ব্যালট যুদ্ধের আগে প্রচারেই লড়াইতে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ যুযুধান প্রতিপক্ষরা। তার জন্য তীব্র তাপপ্রবাহ থেকে নিজেকে বাঁচিয়ে সুস্থ রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। প্রার্থীরা নিজেরাও এ বিষয়ে সচেতন। 

রবিবার সাতগাছিয়ায় জনসভা থেকে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে (Diamond Harbour) প্রচার শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই জনসাধারণ ও দলীয় কর্মীদের গরমে ঠান্ডা থাকার টিপস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সভা শেষের মুখে অভিষেক (Abhishek Banerjee) বলেন, ”প্রবল গরমে সবাইকে কাজ করতে হচ্ছে। আমি বলব দলের যারা কাজ করছ, সারাদিন প্রচুর জল খাও। তোমাদের জীবন আমাদের কাছে মণিমুক্তোর মতো মূল্যবান। নিজেদের সুস্থ রাখো। আর এই গরমে মাথা ঠান্ডা রাখো।”

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

June-Malia:-টলিপাড়ার-সাহসী-অভিনেত্রী,-রাজনীতিতেও-ছকভাঙা-জুনের-জয়যাত্রা Read Next

June Malia: টলিপাড়ার সাহসী অভি...