You will be redirected to an external website

Dev Adhikari: লম্বা চুলে অনুরাগিনীদের মন জয় দেবের, নয়া ‘লুক’!

Dev-Adhikari:-লম্বা-চুলে-অনুরাগিনীদের-মন-জয়-দেবের,-নয়া-‘লুক’!

লম্বা চুলে অনুরাগিনীদের মন জয় দেবের

২০২৪-এর লোকসভা প্রচারে দেব অধিকারী একাই একশো! রোদ আটকাতে চোখে টিন্ট গ্লাস। গলায় রকমারি উত্তরীয়। আর একমাথা কাঁধছোঁয়া এলোমেলো চুল। হাওয়ার দাপটে যখন তখন অবাধ্য।

ঘাটাল হয়ে মেদিনীপুর ছুঁয়ে বাংলার সর্বত্র তিনি। তাঁর উপস্থিতি তো বটেই, চুলও চর্চায়। সুন্দরীরা মুগ্ধ হলেও টলিউড প্রশ্ন তুলেছে, হঠাৎ চুলের ছাঁদ বদল? এমনি? তখনই ফাঁস, দেব খুব শিগগিরি নাকি ‘রঘু ডাকাত’ রূপে ধরা দিতে চলেছেন। তার জন্যই নাকি লম্বা চুল। ১৪ জুন নির্বাচন শেষ। তার পরেই নাকি ফ্লোরে যাবে বহুপ্রতীক্ষিত এই ছবি।

একটা সময় রঘু ডাকাতের দাপটে বাংলায় বাঘে-গরুতে একসঙ্গে জল খেত। বাস্তবে কেমন ছিলেন এই কুখ্যাত ডাকাত? কোনও দিন তাঁকে পর্দায় ধরলে কেমন হবে? এই ভাবনা থেকেই সম্ভবত ধ্রুব বন্দ্যোপাধ্যায় ‘রঘু ডাকাত’কে রূপোলি পর্দায় আনছেন।

তার পর সব চুপচাপ। স্বাভাবিক ভাবেই কৌতূহল বাড়ছিল টলিউডের অন্দরে। ছবি নিয়ে প্রশ্ন ছিল দেবের অনুরাগীদেরও। সেই ছবি ঘিরে আবারও নতুন খবর আনন্দবাজার অনলাইনের পাতাতেই। জানা গিয়েছে, নভেম্বর থেকে শুট শুরু।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Summer-Vacation:-ছুটি-শেষে-কবে-থেকে-খুলছে-স্কুলগুলি,-এ-বার-জানিয়ে-দিল-মধ্যশিক্ষা-পর্ষদ Read Next

Summer Vacation: ছুটি শেষে কবে থেকে...