অক্টোবরের শেষে নিম্নচাপ বঙ্গোপসাগরে
অক্টোবরের শেষে নিম্নচাপ বঙ্গোপসাগরে। পুজোর মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা! বাংলা ও ওড়িশা উপকূলে এর প্রভাব পড়তে পারে নবমী এবং দশমীতে। ইতিমধ্যেই আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যদিও এই আরব সাগরের সিস্টেমের বাংলায় কোনও প্রভাব পড়বে না বলেই মত আবহাওয়াবিদদের। আপাতত ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের দু-এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মনোরম আবহাওয়াতেই পুজো কাটবে বলে অনুমান আবহাওয়াবিদদের। পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া। উত্তুরে হাওয়ার প্রভাব অনুভূত হবে। পশ্চিমের জেলাগুলিতে সকাল সন্ধ্যা হালকা শীতের হালকা অনুভূতি। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে নবমী এবং দশমীতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, উপকূল ও সংলগ্ন সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে লাক্ষাদ্বীপ ও সংলগ্ন কেরল উপকূলে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব এবং পূর্ব মধ্য আরবসাগরে এই ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হবে । ২১ অক্টোবর মঙ্গলবার নিম্নচাপ গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপটি পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আরব সাগর পেরিয়ে ওমানের দিকে যাওয়ার সম্ভাবনা। পুজোর মধ্যেই সপ্তমীর দিন বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত ক্রমশ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে।
এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং তামিলনাড়ু উপকূলে। বর্ষার বিদায় রেখা মালদহ, বিশাখাপত্তনম, নালগোন্ডা হয়ে গিয়েছে। পরিস্থিতি অনুকূল আগামী দু’দিনে বাংলার বাকি অংশ থেকেও বর্ষা বিদায় নেবে। আগামী ৪৮ ঘণ্টায় বর্ষা বিহার, উত্তরবঙ্গ, সিকিম এবং পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে বিদায় নেবে। অন্ধ্রপ্রদেশ এবং বঙ্গোপসাগরের উত্তর ও মধ্যভাগের কিছু অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনা।