You will be redirected to an external website

আরও একটি ঘূর্ণিঝড় আসছে?সাগরে ফুঁসছে সাইক্লোন তেজ...

আরও-একটি-ঘূর্ণিঝড়-আসছে?সাগরে-ফুঁসছে-সাইক্লোন-তেজ...

আগামী সপ্তাহে তৈরি হতে পারে নিম্নচাপ

বঙ্গোপসাগর ও আরব সাগরে প্রায় পরপরই কয়েকদিনের মধ্যে তিন -তিনটি সাইক্লোন তৈরির পরিস্থিতি৷ যা ভয় দেখাচ্ছে  সকলকে৷ ইউরোপিয়ান আবহাওয়া সংস্থার পক্ষ থেকে সাম্প্রতিক সাইক্লোন অ্যালার্ট জারি করা হয়েছে৷ তবে কোন সমুদ্রে কোন সাইক্লোন আসবে তার নাম ঠিক হবে পরপর তিনটি সাইক্লোনের আসার ওপরে৷ প্রথম যে সাইক্লোন আসবে তার নাম হবে বিপর্যয়. তারপর যথাক্রমে তেজ, ও সাইক্লোন হামুন৷ বাংলাদেশের দেওয়া নাম বিপর্যয়, ভারতের দেওয়া নাম তেজ, তৃতীয় যে সাইক্লোনটি তৈরি হবে তা ইরানের দেওয়া নাম হামুন৷

আগামী ৫ জুন, সোমবার দক্ষিণ পূর্ব আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যা পরবর্তী কালে নিম্নচাপে পরিণত হতে পারে। তার পরে তা ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে বলে আশঙ্কা। শুক্রবার এমন অশনি সঙ্কেতই দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর।গত মাসের ১৪ তারিখে বাংলাদেশ এবং মায়ানমারের উপর দিয়ে অতিক্রম করেছিল ঘূর্ণিঝড় মোকা। যার তাণ্ডবে ক্ষয়ক্ষতি হয়েছিল বাংলাদেশ এবং মায়ানমারে। ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ১৮০ থেকে ১৯০ কিমি। সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ২১০ কিমি। মোকা বিদায় নেওয়ার এক মাসও হয়নি। এর মধ্যেই নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হল।

আবহবিজ্ঞানী উমাশঙ্কর দাস জানিয়েছেন, আগামী ৫ জুন দক্ষিণ পূর্ব আরব সাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে পরবর্তী ৪৮ ঘণ্টায়, অর্থাৎ ৭ জুন নিম্নচাপ তৈরি হতে পারে। তার পরই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। মৌসম ভবনের আরও এক বিজ্ঞানী ডি শিবানন্দ পাই জানিয়েছেন, আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এখনই নিশ্চিত করে বলা যাবে না, এটা আদৌ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না। আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিবিধি কী হবে, তা এখনই স্পষ্ট করে কিছু জানা যায়নি। নিম্নচাপ তৈরির পরই এ ব্যাপারে ছবিটা আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mango:-একটি-আমের-দাম-১০,৬০০-টাকা!-বীরভূমে-নিলামে-বিক্রি-হল-মিয়াজ়াকি Read Next

Mango: একটি আমের দাম ১০,৬০০ ট...