You will be redirected to an external website

আজ লক্ষ্মীপুজোর রাতেই চন্দ্রগ্রহণ,দিল্লিতে দক্ষিণ-পশ্চিম আকাশে চন্দ্রগ্রহণ দেখা যাবে

আজ-লক্ষ্মীপুজোর-রাতেই-চন্দ্রগ্রহণ,দিল্লিতে-দক্ষিণ-পশ্চিম-আকাশে-চন্দ্রগ্রহণ-দেখা-যাবে

আজ লক্ষ্মীপুজোর রাতেই চন্দ্রগ্রহণ

চলতি মাসের 14 তাখির, অর্থাৎ 14 অক্টোবর বিশ্বের অনেক জায়গায় সূর্যগ্রহণ হয়েছিল। তারপরে ঠিক 14 দিন পর অর্থাৎ আজ রাতে আংশিক চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে। সেই সময় চাঁদ যেখানেই দিগন্তের উপরে থাকবে সেখানেই এই গ্রহণ দেখা যাবে। এর মধ্যে রয়েছে এশিয়া, রাশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, অ্যান্টার্কটিকা এবং ওশিয়ানিয়া। 

অ্যাস্ট্রোনমি গাইড ইন দ্য স্কাই অনুসারে, দিল্লিতে সবচেয়ে বড় গ্রহণের সময় চাঁদ দিগন্তের প্রায় 62 ডিগ্রি উপরে থাকবে। ভারতে চন্দ্রগ্রহণ শুরু হবে শনিবার রাত 1টা 05 মিনিটে। এই চন্দ্রগ্রহণ চলবে দুপুর 2টা 24 মিনিট পর্যন্ত। 1 ঘন্টা 19 মিনিট ধরে এই গ্রহণ চলবে। ভারতে চন্দ্রগ্রহণের সর্বোচ্চ প্রভাব পড়বে রাত 1টা 45 মিনিটে। এ সময় চাঁদের 12 শতাংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে।

যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী অসম্পূর্ণভাবে দেখা যায়, তখন তাকে আংশিক গ্রহণ বলে। এর মানে হল যে চাঁদের শুধুমাত্র একটি অংশ পৃথিবীর পেনাম্বার মধ্য দিয়ে যাবে। একটি আংশিক গ্রহণের সময়, চাঁদের উপর একটি ছায়া বাড়তে থাকবে যতক্ষণ না এটি একদম শীর্ষে পৌঁছায়। পূর্ণ চন্দ্রগ্রহণের ক্ষেত্রে, সূর্যগ্রহণের সময় সূর্য, পৃথিবী এবং চাঁদ এক বিন্দুতে থাকে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Indian-Railways:-১৩-ঘণ্টা-ট্রেন-লেট,-এক-যাত্রীকে-৬০-হাজার-টাকা-ক্ষতিপূরণ-দিচ্ছে-রেল Read Next

Indian Railways: ১৩ ঘণ্টা ট্রেন লেট...