মাটিতে বসেই কলাপাতায় মধ্যহ্নভোজন । সংগৃহীত ছবি
অভিষেক দোমহানি এসে এক গৃহ শিক্ষকের বাড়িতে মধ্যহ্নভোজন সারবেন । রাউত পরিবারের সদস্যারা এমন প্রস্তাব পাওয়া মাত্রই পাশের তিস্তা নদীর তাজা বোরোলি মাছ এনেছিলেন। প্রথম পাতে সজনে পাতা বাটা, বেগুন ভাজা, ডাল, পোস্তর সঙ্গে ছিল কাঁচালঙ্কা ও কালোজিরে দিয়ে বোরোলি মাছের ঝোল। শেষ পাতে ছিল চাটনি, দই, মিষ্টি। জীবনের স্ত্রী রুমা রাউত বলেন, 'কয়েক দিন ধরে গরমে সবাই নাজেহাল। তাই দুপুরে হাল্কা মেনু করা হয়েছিল।' হাতে বোনা আসনে বসে মাটির থালায় কলা পাতায় অভিষেকে নিজেও তৃপ্তি করে মধ্যহ্নভোজন সেরেছেন। রাউত পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গেই দুপুরের খাবার খেয়েছেন।
কোনও তৃণমূল নেতার বাড়িতে না গিয়ে গ্রামে গ্রামে জনসংযোগের মধ্যে জলপাইগুড়ির দোমহনিতে সাধারণ এক গৃহশিক্ষকের বাড়িতে আসন পেতে মাছ-ভাত খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দোমহনির রাউত পরিবারে শনিবার দুপুরে গৃহস্থকে পাশে নিয়ে একসঙ্গেই বেগুন ভাজা, বোরোলি মাছের ঝোল দিয়ে মধ্যাহ্নভোজন সেরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
বছরখানেক আগে জলপাইগুড়ি সফরে এসে দোমহানি বাজারে গিয়েছিলেন অভিষেক। সেই সময় দোমহানির মানুষ ওই বাজার সংস্কারের আর্জি জানান। স্থানীয় বাসিন্দাদের কথা শুনে অভিষেক তৎক্ষনাৎ জলপাইগুড়ি জেলা পরিষদকে এই বাজার সংস্কার করার প্রস্তাব দিয়েছিলেন। তখনই স্থানীয় বাসিন্দা জীবন রাউত অভিষেককে তাঁর বাড়িতে আমন্ত্রণ করেছিলেন।