You will be redirected to an external website

'রাজনীতি আমার জন্য নয়...!' ভোটের আগেই বিধায়ক মনোরঞ্জন ব্যাপারির পদত্যাগ

'রাজনীতি-আমার-জন্য-নয়...!'-ভোটের-আগেই-বিধায়ক-মনোরঞ্জন-ব্যাপারির-পদত্যাগ

ভোটের আগেই বিধায়ক মনোরঞ্জন ব্যাপারির পদত্যাগ

দুয়ারে পঞ্চায়েত ভোট। টিকিট বিলি নিয়ে বিতর্ক, মনোনয়ন সন্ত্রাসের অভিযোগের মাঝে শাসকদলে আরও এক ধাক্কা। দলের জোড়া পদ থেকে পদত্যাগ হুগলি বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। বিস্ফোরক ফেসবুক পোস্টে বিধায়ক পদ ছাড়ারও ইচ্ছা প্রকাশ করেছেন হুগলি বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। পঞ্চায়েতের আগে তাঁর এমন পদক্ষেপে রাজ্য রাজনীতিতে জোর চাঞ্চল্য।

জানা যাচ্ছে দলীয় শীর্ষ নেতৃত্বকেও চিঠি পাঠিয়েছেন বিধায়ক। পঞ্চায়েত ভোটের আগে বলাগড়ে প্রার্থীদের টিকিট ইস্যু নিয়ে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি বারবার ক্ষোভ উগরে দিয়েছিলেন। বুধবার সকালে তিনি সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ালেন।বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি সরাসরি দলীয় গোষ্ঠিবাজির অভিযোগ তুলছিলেন। এবার তিনি সাংগঠনিক পদ থেকে সরে যাওয়ার কারণ ‘ব্যক্তিগত’ লিখেছেন।

মনোরঞ্জন ব্যাপারির বিস্ফোরক দাবি, ইচ্ছে ছিল বিধায়ক পদ ছেড়ে দেওয়ার। এমনই লিখেছেন মনোরঞ্জন ব্যাপারি। তিনি লিখেছেন, “বিধায়ক পদ থেকেও ইস্তফা দেবার ইচ্ছা ছিল কিন্তু যে হেতু আগে আমি একটি চাকরি করতাম, নির্বাচনে দাঁড়াবার জন‍্য সেটি ছাড়তে হয়েছিল! দু বছরের অধিক সময় হয়ে গেল পঞ্চাশ বার ছোটাছুটি করেও যার পেনশন ও গ্রাচুইটির কিছু পাইনি, তাই এই মুহূর্তে বিধায়ক পদ ছাড়তে পারছি না। তা হলে খাবো কী? যেদিন পেনশন পেতে আরম্ভ করবো এই পদ থেকেও সরে দাঁড়াব।”

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

Weather Update: বৃহস্পতিবার দক্ষি...