বুধবার দুপুরে সাংবাদিক বৈঠক ডাকলেন তারকা সাংসদ নুসরত
প্রতারণার অভিযোগ ওঠার ৪৮ ঘণ্টার মধ্যেই সাংবাদিক বৈঠক ডাকলেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। বুধবার দুপুর আড়াইটের সময় ওই সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে।
নুসরতের বিরুদ্ধে প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ নিয়ে সোমবার ইডির দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। পরে রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই অভিযোগকে সমর্থন করেন। তার পরেই বুধবারের সাংবাদিক বৈঠকের ঘোষণা। কী নিয়ে সেই সাংবাদিক বৈঠক ডেকেছেন, তা অভিনেত্রী তথা সাংসদ স্পষ্ট না করলেও জল্পনা, বিজেপি নেতাদের আনা অভিযোগের জবাব দিতেই এই সাংবাদিক বৈঠক ডেকেছেন তিনি।
যদিও দল হিসাবে তৃণমূল ইতিমধ্যেই এই বিষয়ে নুসরতের সঙ্গে ‘দূরত্ব’ তৈরি করেছে। দলের তরফে জানানো হয়েছে, এটা ওঁর ব্যক্তিগত বিষয়। তৃণমূলের এ বিষয়ে কিছু বলার নেই। নুসরত বা তাঁর আইনজীবীই এর জবাব দেবেন।