শুভাপ্রসন্নকে তীব্র খোঁচা দিলেন মদন মিত্র ! সংগৃহীত ছবি
'দ্য কেরালা স্টোরি' ছবির প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করায় রাজ্য় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তৃণমূল ঘনিষ্ট বলে পরিচিত শিল্পী শুভাপ্রসন্ন। মুখ্য়মন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। এবার পাল্টা তাঁকে বিস্ফোরক ভঙ্গিতে নিশানা করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন চিত্রশিল্পীও।
শুভাপ্রসন্ন গত মাস কয়েক ধরেই যেন কেমন কেমন! তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ ভক্ত কিছুদিন আগে জলকে পানি বলা নিয়ে আপত্তি করায় অনেকের একপ্রস্ত সন্দেহ হয়েছিল। সেই মঞ্চে মমতা খোদ আপত্তি করেছিলেন। এবার বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’র স্ক্রিনিং নিষিদ্ধ হওয়ায় ফের বিদ্রোহী হয়েছেন শুভাপ্রসন্ন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ব্যবস্থাকে হিটলারি শাসন বলেও তুলোধনা করেছেন তিনি। শুভাপ্রসন্ন বলেছেন, মমতা অন্যায় করেছেন। এ হেন পরিস্থিতিতে শুভাপ্রসন্নকে তীব্র খোঁচা দিলেন মদন মিত্র ।
এ নিয়েই প্রতিক্রিয়া জানাতে গিয়ে মদন মিত্র বলেছেন, “কে শুভাপ্রসন্ন? খায় না, মাথায় মাখে? মমতা বন্দ্যোপাধ্যায় ওঁর বাড়িতে দু’দিন পায়ের ধুলো দিয়েছিল বলেই না শুভাপ্রসন্ন শুভাপ্রসন্ন হয়েছে। ওঁর কাছ থেকে জ্ঞান শুনব না। যখন যেমন, তখন তেমন!” শুভার উদ্দেশে মদন এও বলেন, “আপনি যাকে স্তাবকতা বলছেন, সেই বিশ্ববিদ্যালয়ের আপনি তো উপাচার্য। তোষামোদ স্তাবকতা তো আপনিই শুরু করেছেন! আরে আমি তো সাক্ষী! কিছুদিন চুপ থাকুন তো।’