You will be redirected to an external website

শুরু হল মদন মিত্রের অবৈতনিক টিউশন ক্লাসের পথচলা

শুরু-হল-মদন-মিত্রের-অবৈতনিক-টিউশন-ক্লাসের-পথচলা

শুরু হল মদন মিত্রের অবৈতনিক টিউশন ক্লাস

স্বমেজাজে ঘোষণা করেছিলেন টিউশন ক্লাস শুরু করবেন। আর হলও তাই। শুরু হল মদন মিত্রের অবৈতনিক টিউশন ক্লাসের পথচলা।

পার্ক সার্কাসে এক খুদের অন্নপ্রাশনের পায়েস দুঃস্থ পড়ুয়াদের খাইয়ে টিউশন ক্লাসের সূচনা করেন মদন মিত্র। কেন অন্নপ্রাশনের অনুষ্ঠানেই টিউশন ক্লাসের শুরু করলেন তিনি? মদন মিত্র জানান, ওই খুদের বাবা-মা জানান তাঁরা ছেলের অন্নপ্রাশনের দিনই কিছু দুস্থ শিশুকে উপহারও দিতে চান। আর চান সেদিনই মদন মিত্র কোচিং ক্লাস শুরু করুন। আর এই পরিকল্পনাকে হাসিমুখে স্বাগত জানান মদন।  

নিজের বিধানসভা এলাকা কামারহাটি থেকে শুরু হবে টিউশন ক্লাস। সেখানে এক একদিন এক একটি স্কুল ছুটির পরে ক্লাস নেওয়া হবে। উচ্চশিক্ষার কথা মাথায় রেখে মূলত ইংরাজিতে নেওয়া হবে ক্লাস। কামারহাটির পর কলকাতার ছাত্রছাত্রীদের জন্য নিউ মার্কেটেও টিউশন ক্লাস হবে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

সিসোদিয়া জামিন-আর্জি খা...