শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে ফের আক্রমণ মদনের
জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ও রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নাম করে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এদিন তিনি বলেন, 'ভোটের পর শুভেন্দু থাকবে কিনা জানি না। কারণ ইতিমধ্যেই ওর খেলা শেষ হয়ে গিয়েছে।'
শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে ফের আক্রমণ করেছেন তিনি। মদন মিত্র অভিযোগ করে বলেন, 'যাঁরা তৃণমূল কংগ্রেসকে চোর বলছেন তাঁরাই সবচেয়ে বড় চোর। গদ্দারদের আসল পরিচয় জানা যাবে।'তাঁকে নিয়ে বলেন, 'রাজ্যপাল বিরুদ্ধে আমার কিছু বলার নেই। লোকে রাজ্যপাল বলছে না হরিদাস পাল বলছে। যদিও আমার মতে উনি হরিদাস পালের চেয়েও অধম।'
এছাড়াও জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার পর মদন মিত্র বলেন, 'আমি ছোট থেকে শুনেছি ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আজকে ভগবান জল্পেশের মন্দিরে এসে একই কথা আবার বলছি। কেন্দ্রীয় বাহিনী যত আসবে আমাদের ভোটারা তত সক্রিয় হবেন। কারণ আমার ভোটাররা শর্ট কাটে পৌছে যাবেন ভোট গ্রহণ কেন্দ্রে। কেন্দ্রীয় বাহিনী ঝুঁকি নেবে না, ওরা সুখী বাহিনী। ওরা ঘুরে ঘুরে পাঁচ মিনিটের রাস্তা দুঘন্টায় যাবে। গলায় জল লাগবে না। পুকুরে নামবে না, বিকেল পাঁচটার পর গর্ত থেকে বের হবে না। ওদের যত দেখছে, আমাদের ভোটারদের বুকটা আরও শক্ত হচ্ছে।