You will be redirected to an external website

Madan Mitra: শ্বাসকষ্ট বাড়তেই মদনকে স্থানান্তরিত করা হল এসএসকেএমের সিসিইউতে

Madan-Mitra:--শ্বাসকষ্ট-বাড়তেই-মদনকে-স্থানান্তরিত-করা-হল-এসএসকেএমের-সিসিইউতে

মদনকে স্থানান্তরিত করা হল এসএসকেএমের সিসিইউতে

শারীরিক অবস্থার অবনতি হয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-এ স্থানান্তরিত করা হয়েছে। 

বেশ কিছু দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন মদন। গত সোমবার রাতে জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাঁকে এসএসকেএমে ভর্তি করানো হয়। তাঁকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছিল।

গত মঙ্গলবার এমআর বাঙুরে তাঁর শারীরিক পরীক্ষা করানো হয়। পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “বুকে প্রচণ্ড ব্যথা। নিউমোনিয়ার সমস্যা রয়েছে। গত ১৫ দিন ধরে অ্যান্টিবায়োটিক খাচ্ছিলাম। ঠিক সময়ে হাসপাতালে না এলে কিছু হয়ে যেত। মুখ্যমন্ত্রীকে অসুস্থতার কথা বলার পর উনি অরূপ (বিশ্বাস)-কে বলে দেন। মদনের ঘনিষ্ঠ সূত্রে খবর, সোমবার দুপুরে শারীরিক অসুস্থতার মধ্যেও বিধানসভা গিয়েছিলেন বিধায়ক। বিধানসভায় খানিকটা অসুস্থ বোধ করেন তিনি। রাতের দিকে সমস্যা বৃদ্ধি পাওয়ায় মদনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের একটি সূত্রে খবর, সোমবার রাত পৌনে ৯টা নাগাদ এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ২০৬ নম্বর কেবিনে ভর্তি করানো হয় মদনকে। চিকিৎসক অতনু পালের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Chennai-Flood:-জল-নামেনি-বহু-এলাকায়,-আরও-বৃষ্টির-আশঙ্কায়-ত্রস্ত-চেন্নাই Read Next

Chennai Flood: জল নামেনি বহু এলাক...