You will be redirected to an external website

বেলুড় মঠে কুমারী পুজো, অষ্টমীর সকাল থেকে ভিড় জমছে দর্শনার্থীদের

বেলুড়-মঠে-কুমারী-পুজো,-অষ্টমীর-সকাল-থেকে-ভিড়-জমছে-দর্শনার্থীদের

রীতি মেনে মহাষ্টমীর পুজো চলছে বেলুড় মঠে

রীতি মেনে মহাষ্টমীর পুজো চলছে বেলুড় মঠে। ষোড়শপচারে চলছে দেবীর বন্দনা। অষ্টমীতে বেলুড় মঠের অন্যতম আকর্ষণ কুমারী পুজো। নিষ্ঠাভরে প্রতি বছরের মতো এবারও কুমীর পুজোর আয়োজন চলছে বেলুড় মঠে। সকাল থেকেই চলছে বিশেষ পুজো পাঠ। প্রথমে দেবীর অঙ্গাভিষেক। এরপর দেবীকে নিবেদন করা হয় ফুল ফল। সন্ধ্যেতে রয়েছে নির্ঘণ্ট মেনে সন্ধিপুজো। মন্ত্রপাঠ, শাঁখের আওয়াজ, ঢাকের বোলে অষ্টমীর বেলুড় মঠে ভিন্ন মেজাজ। 

দুর্গাপুজোর দিনগুলিতে প্রচুর মানুষ বেলুড় মঠে যান দেবী প্রতিমা দর্শন করতে। তার মধ্যে অষ্টমীতে ভিড় বাকি দিনগুলির তুলনায় কিছুটা বেশিই থাকে। আশপাশের জেলাগুলি তো বটেই, এমনকী দূরবর্তী অনেক জেলা এবং ভিন রাজ্য থেকেও অনেকে আসেন বেলুড় মঠে কুমারী পুজো দেখার জন্য। বেলুড় মঠের দুর্গাপুজোর অন্যতম জনপ্রিয় একটি দিক হল অষ্টমীর কুমারী পুজো। কুমারীকে দেবী রূপে পুুজো করা হয় আজকের দিনে। অষ্টমীর ভোর থেকে শুরু হয়েছে পুজোর বিভিন্ন উপাচার।

কথিত আছে,  বানাসুরকে বধ করতে দেবী দুর্গা কুমারীর রূপে আবির্ভূত হয়েছিলেন। সেই থেকেই দেবী দুর্গার কুমারী পুজোর প্রচলন। প্রতি বছর অষ্টমীর সকালে বেলুড় মঠ-সহ অন্যান্য বিভিন্ন মঠ ও মিশনে কুমারী পুজোর আয়োজন করা হয়ে থাকে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Earthquake:-মহাষ্টমীর-সকালে-ভূমিকম্পে-কেঁপে-উঠল-ভারত-নেপাল Read Next

Earthquake: মহাষ্টমীর সকালে ভূম...