You will be redirected to an external website

মহাত্মা গান্ধীর সঙ্গে মোদির তুলনা! বিতর্কে অমিত শাহ

মহাত্মা-গান্ধীর-সঙ্গে-মোদির-তুলনা!-বিতর্কে-অমিত-শাহ

মহাত্মা গান্ধীর সঙ্গে মোদির তুলনা!

রাজধানীতে আয়োজিত শ্রী দিল্লি গুজরাটি সমাজের ১২৫ বছর পূর্তি উপলক্ষে‌ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শাহ গুজরাটের আরেক ভূমিপুত্র নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে বলেন, “বিশ্বজুড়ে ভারতের নাম উজ্জ্বল হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য।” তিনি আরও বলেন, “মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প‌্যাটেল, মোরারজি দেশাই ও নরেন্দ্র মোদি এই চারজন গুজরাটি ভারতের আধুনিক ইতিহাসে বিশেষ অবদান রেখেছেন।”

তিনি তাঁর মন্তব্যের ব‌্যাখ‌্যা করে শাহ জানান, মহাত্মা গান্ধীজির প্রচেষ্টায় দেশ স্বাধীনতা পেয়েছে, সর্দার প‌্যাটেলের কারণে ঐক‌্যবদ্ধ হয়েছে দেশ। মোরারজি দেশাই দেশের গণতন্ত্রকে উজ্জীবিত করেছিলেন এবং বর্তমানে বিশ্বজুড়ে ভারতের সুনামের নেপথ্যে রয়েছেন নরেন্দ্র মোদি। এই চারজন গুজরাটি দেশের ‘অহঙ্কার’ বলেই তিনি জানান। তবে, মহত্মা গান্ধীর নামের সঙ্গে নরেন্দ্র মোদির নাম জুড়ে সমালোচনার মুখে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনেকেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

পিসি-গাইবেন-ভাইপোর-গান-মুখ্যমন্ত্রীকে-সরাসরি-তীর-সুকান্তর-! Read Next

পিসি গাইবেন ভাইপোর গান ম...