হাথরসে মৃত্যু মিছিল, ধর্মসভায় পদপিষ্ট অন্তত ৮৭
উত্তর প্রদেশের হাথরস জেলায় বড় বিপর্যয়। মঙ্গলবার (২ জুলাই) এক ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৮৭ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগই মহিলা বলে আশঙ্কা করা হচ্ছে। সিকান্দরারাও থানার অন্তর্গত ফুলরাই গ্রামে ‘ভোলে বাবা’ নামে পরিচিত এক ধর্মগুরু একটি সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল। মৃতের তালিকায় রয়েছে বেশ কিছু শিশুও। সেই উপলক্ষ্যে সেখানে একটি বিশেষ তাঁবু স্থাপন করা হয়েছিল। ভক্তদের সামনে ওই ধর্মগুরুর ভাষণ দেওয়া শেষ হতেই, বের হওয়ার জন্য ভক্তদের মধ্যে হুডো়হুড়ি পড়ে যায়।
মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য ইটা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ইটা-র চিফ মেডিক্যাল অফিসার, ডা. উমেশ কুমার ত্রিপাঠি জানিয়েছেন, ২৭ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। এর মধ্যে দুজন পুরুষ, বাকিরা মহিলা বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, ইটার এসএসপি রাজেশ কুমার জানিয়েছেন, মৃতদের মধ্যে একজন পুরুষ, ৩জন শিশু এবং ২৩ জন মহিলা। কাজেই মৃতদের পরিচয় নিয়ে বিভ্রান্তি রয়েছে। এই ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অন্তত ১০০ জন সংজ্ঞা হারিয়েছিলেন।
পদপিষ্ট হয়ে মৃতদের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কার্যালয় থেকে সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি। পাশাপাশি, জেলা প্রশাসনের আধিকারিকদের অবিলম্বে হাসপাতালে গিয়ে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার এবং ঘটনাস্থলে দ্রুত ত্রাণের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এডিজি আগ্রা এবং আলিগড়ের পুলিশ কমিশনারের নেতৃত্বে এই দুর্ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি।