দিল্লী হাইকোর্ট থেকে রক্ষা কবচ পেলো মলয় ঘটক ! সংগৃহীত ছবি
রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের রক্ষাকবচের মেয়াদ বাড়াল দিল্লি হাইকোর্ট। কয়লাব পাচার মামলায় মলয় ঘটককে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাজিরা এড়াতে রাজ্যের মন্ত্রী দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টে। বুধবার সেই মামলার শুনানিতে আদালত মলয়ের রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছে।
দিল্লি হাইকোর্টে মামলার শুনানির শুরুতেই সুপ্রিম কোর্টের একটি মামলার রায় তুলে ধরেন মলয় ঘটকের তরফে প্রবীণ আইনজীবী সিদ্ধার্থ লুথরা, ফারুখ রজ্জাক এবং সুহান মুখোপাধ্যায়রা৷ ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের তরফে দায়ের করা ওই মামলার রায়ে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল, কয়লা পাচার মামলার তদন্তে তাঁদের বারবার দিল্লিতে তলব করা যাবে না৷
প্রসঙ্গত ২৯ মার্চ মলয় ঘটককে তলব করেছিল ইডি। কয়লা পাচার কাণ্ডে তাঁকে দিল্লিতে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি তলব করা হয় তাঁর আপ্ত সহায়ককেও। ২৯ তারিখে দিল্লির প্রত্যাবর্তন ভবনে ডাকা হয় মলয় ঘটককে। কিন্তু সেদিন হাজিরা দেননি রাজ্যের আইনমন্ত্রী। রক্ষাকবচ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আদালত তাঁকে প্রথমে ১২ এপ্রিল পর্যন্ত রক্ষাকবচ দেয়। এদিন সেই রক্ষাকবচের মেয়াদ আরও ১৪ দিনের জন্য বাড়াল দিল্লি হাইকোর্ট। এবার আরও ১৪ দিনের জন্য স্বস্তি পেলেন তিনি।