You will be redirected to an external website

দুশ্চিন্তায় মাথায় হাত লিচু চাষীদের , বিপুল দরে বিকোবে লিচু ?

দুশ্চিন্তায়-মাথায়-হাত-লিচু-চাষীদের-,-বিপুল-দরে-বিকোবে-লিচু-?

লিচুর স্বাদ কি পাবে না রাজ্যবাসী ! সংগৃহীত ছবি

শুধুমাত্র আম নয়, লিচুর জন্যও সমানভাবে প্রসিদ্ধ মালদহ জেলা। এই জেলার কালিয়াচক ১, ২ ও ৩ নম্বর ব্লক জুড়ে বিপুল পরিমাণে চাষ হয় লিচু। বাগানের পর বাগান শুধু লিচু গাছের। কিন্তু, এ বছর প্রচণ্ড পরিমাণে গরমের কারণে লিচু চাষে ক্ষতির আশঙ্কা করছেন লিচু চাষিরা। গরম থেকে লিচু বাঁচাতে গাছে জলের স্প্রেও করেছেন চাষিরা, তাও দুঃশ্চিন্তা তাঁদের পিছু ছাড়ছে না।

এমন অবস্থায় জেলার বাগানগুলিতে খুব কম লিচু দেখা যাচ্ছে। গত দুই সপ্তাহ ধরে জেলায় ব্যাপক তাপপ্রবাহ চলছে। এর ফলে দুটি অবস্থাতে অনেক লিচু ঝরে পড়ছে। আগামীতে বৃষ্টিপাত না হলে লিচুর ফলন আরো কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই লিচুর ফলন ধরে রাখতে ইতিমধ্যে কৃষকেরা জল স্প্রে করছেন বাগান গুলিতে।

লিচু চাষিরা জানিয়েছেন, এ বছর খুবই খারাপ অবস্থা, কিছু মুকুল হয়েছিল তাও আবার ঝড়ে পড়ে যায়। তাপপ্রবাহ ও পোকার দাপট কমাতে স্প্রে করা হচ্ছে, কিন্তু তাতেও চিন্তা কমছে না। মালদহ জেলায় লিচুর ব্যবসা হয় খুব ভালোই, কিন্তু বছর প্রকৃতির খামখেয়ালিপনা চিন্তা বাড়াচ্ছে লিচু চাষিদের। উদ্যান পালন দফতর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আবহাওয়ার তারতম্যের কারণে এ বছর লিচু চাষ তুলনামূলক কম হবে।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

৭ দিনের মাথায় ওড়িশার গো...